মক্কার কাছে জেনিফার লোপেজের কনসার্ট, মুসল্লিদের ক্ষোভ প্রকাশ

সৌদি আরবের আয়োজিত একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গত সপ্তাহে জেদ্দায় ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ প্রতিযোগিতা উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

গত ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

তারা বলছেন কোটি কোটি মানুষের সম্মানের জায়গা পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, “মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।”
এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছুর সাফাই গাইছে।

বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি। যা একটা সময় দেশটিতে অকল্পনীয় ছিল।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ Apr 25, 2025
img
শাহরুখের মান্নাত ছেড়ে যাওয়ায় বিপাকে বান্দ্রার দোকানদাররা, বিক্রিতে ভাটা Apr 25, 2025
img
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে নিজেই বিপাকে ভারত Apr 25, 2025
img
কাশ্মীর আরও উত্তপ্ত হলে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের Apr 25, 2025
img
বিএনপির নেতা-কর্মীদের নামে করা ৬০ লাখ মামলা এখনো প্রত্যাহার হয়নি : রিজভী Apr 25, 2025
img
‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু' Apr 25, 2025
img
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত Apr 25, 2025
img
বিএনপি গণমানুষের দল, আওয়ামী লীগের মতো লুটপাট ও দুঃশাসনে বিশ্বাসী নয় : খায়ের ভূঁইয়া Apr 25, 2025
img
আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয়: সারজিস Apr 25, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালু করতে চায় এয়ার সিয়াল Apr 25, 2025