শাহরুখের মান্নাত ছেড়ে যাওয়ায় বিপাকে বান্দ্রার দোকানদাররা, বিক্রিতে ভাটা

বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই অগণিত ভক্তের উন্মাদনা। আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু ‘মান্নাত’— মুম্বইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত কিং খানের রাজপ্রাসাদসম বাংলো। প্রতিদিনই দেশ-বিদেশের অসংখ্য মানুষ ভিড় জমাতেন এই বাড়ির সামনে, এক ঝলক প্রিয় তারকাকে দেখার আশায়। এমনকি মুম্বইয়ের স্থানীয়রাও প্রায় নিয়ম করে ছুটে যেতেন ‘মান্নাত দর্শনে’।

কিন্তু এখন সেই দৃশ্যপট বদলেছে। ভিড়ে ঠাসা রাস্তা, উচ্ছ্বাসে ভরা ভক্তদের ভিড় যেন আচমকাই উধাও! কারণ, শাহরুখ খান আপাতত মান্নাতে থাকছেন না। গোটা পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন পালি হিলসের এক ভাড়া বাড়িতে। শোনা যাচ্ছে, স্ত্রী গৌরী খানের পরিকল্পনায় মান্নাতের বড়সড় সংস্কার চলছে। তাই সাময়িকভাবে এই পরিবর্তন।

এই সাময়িক অনুপস্থিতির বড়সড় প্রভাব পড়েছে এলাকার ছোট ব্যবসায়ীদের উপর। মান্নাতের সামনে থাকা দোকানগুলো, বিশেষ করে আইসক্রিম, পানীয় ও স্যুভেনির বিক্রেতারা এখন কার্যত খালি বসে সময় কাটাচ্ছেন।

এক আইসক্রিম বিক্রেতা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “আগে প্রচুর মানুষ আসত। শুধু ছবি তুলতেই না, খাওয়া-দাওয়া করত, কেনাকাটাও করত। এখন জানাজানি হয়ে গেছে যে শাহরুখ মান্নাতে নেই। সেই কারণে পর্যটকও কমে গেছে।”

আরেকজন দোকানি আক্ষেপ করে বলেন, “আগে লোকজন শুধু আসত না, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত শাহরুখের এক ঝলক পাওয়ার আশায়। এখন শুনলেই যে তিনি নেই, সঙ্গে সঙ্গেই ট্যাক্সি ঘুরিয়ে চলে যায়।” তিনি আরও বলেন, “শাহরুখ হ্যায় তো মান্নাত হ্যায়। ও নেহি তো কুছ ভি নেহি হ্যায়।”

বলিউড বাদশাহর উপস্থিতিই যে কতটা প্রভাব ফেলতে পারে স্থানীয় অর্থনীতিতে, তার জলজ্যান্ত উদাহরণ এখন বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড। এখন দেখার, মান্নাতের সংস্কার শেষে শাহরুখ ফিরলে আবার কি সেই পুরনো চেনা দৃশ্য ফিরে আসবে?

আপনি যদি শাহরুখ ভক্ত হন, তাহলে কখনও মান্নাতের সামনে গিয়েছিলেন?

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বার্সেলোনার বিপক্ষে ফাইনাল না খেলার ভাবনায় রিয়াল মাদ্রিদ! Apr 26, 2025
img
ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের প্রতিবাদ Apr 26, 2025
img
আ.লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু Apr 26, 2025
img
রায়ের ভয় দেখিয়ে নির্বাচনে বাধ্য করা হয়েছিল— দাবি শওকত মাহমুদের Apr 26, 2025
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা Apr 26, 2025
img
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষে Apr 26, 2025
img
আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক Apr 26, 2025
img
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ Apr 26, 2025
img
‘লাল ফাইল’ নিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ, কী আছে সেখানে? Apr 26, 2025
img
বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম Apr 26, 2025