বিএনপির কাউন্সিলে যুবলীগ নেতার নাম প্রস্তাব, অতঃপর যা ঘটল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে বিশৃঙ্খলা ও হট্টগোল সৃষ্টি হয়েছে। যুবলীগ নেতা হৃদয় আহমদ সদরকে ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়ার পরই এই পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলটি স্থগিত করা হয়।

এদিকে হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে সর্ব মহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনার ঝড়।

জানা গেছে, গত ১৮ এপ্রিল ভাটেরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভাটেরা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আব্দুল মুক্তাদির মুক্তার।

কাউন্সিল অধিবেশনের এক পর্যায়ে কমিটিতে হৃদয় আহমদ সদরকে ৩৬ নম্বর সদস্য হিসেবে প্রস্তাব করেন তার চাচা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি হাসান সালাম। এ সময় ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও কাউন্সিল অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম তছনসহ উপস্থিত নেতাকর্মীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত বাকবিতণ্ডা শুরু হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম তছন তার বক্তব্যে বলেন, দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী কোনো বিতর্কিত ব্যক্তি বা ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কাউকে বিএনপির কমিটিতে রাখা যাবে না। এ সময় ক্ষিপ্ত হয়ে যুগ্ম আহ্বায়ক রনি হাসান সালাম প্রকাশ্যে সদরের পক্ষ নিয়ে আবুল কালাম তছনের সঙ্গে তর্কে জড়ান।

ভাটেরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম তছন কালবেলাকে বলেন, আমি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের লিখিত নির্দেশনা অনুযায়ী কাজ করছি। হৃদয় আহমদ সদর একজন চিহ্নিত যুবলীগ নেতা।

যিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই দলের সিদ্ধান্তনুযায়ী তার নাম কমিটিতে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু তার ভাতিজা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি হাসান সালাম জোর করে তাকে কমিটিতে ঢোকাতে চান। এতে আমিসহ অন্য নেতাকর্মীরা বাধা দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত হন সালাম। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল দেখা দিলে কাউন্সিল স্থগিত করা হয়। বিষয়টি উপজেলা ও জেলা বিএনপিকে অবগত করা হয়েছে।

ভাটেরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ রনি হাসান সালাম বলেন, ভাটেরা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলে হৃদয় আহমদ সদরকে ৩৬ নম্বর সদস্য প্রস্তাব করা হলে আপত্তি করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম। অথচ আহ্বায়ক কালামসহ কমিটির অনেকেই অতীতে নৌকা-পাটের পক্ষে কাজ করেছেন। বিগত ১৬ বছর বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় স্থানীয়ভাবে বিএনপির অনেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখেছিল।

তিনি আরও বলেন, সদর একসময় যুবদলের রাজনীতি করতেন। দলীয় সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের পদ-পদবিতে থাকা কাউকে কমিটিতে স্থান না দিতে। হৃদয় আহমদ সদর কখনো আওয়ামী লীগের রাজনীতির পদ-পদবিতে ছিলেন না। তাই তার নাম কমিটিতে সদস্য হিসেবে রাখার জন্য প্রস্তাব করা হয়েছিল।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভাটেরা ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আব্দুল মুক্তাদির মুক্তার বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের দোসররা পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে। তাই কমিটি গঠনে আমাদের দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিল অধিবেশনে কমিটির শীর্ষ পদের নাম চূড়ান্ত হলেও সদস্য পদে সদরের নাম কিছু নেতাকর্মী প্রস্তাব করলে আপত্তি করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম। তখন আহ্বায়ক আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক রনি হাসান সালামের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এজন্য পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক কাউন্সিল স্থগিত করি। পরবর্তীতে দলের সিনিয়র দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার আহ্বানের তীব্র নিন্দা জানাল ওআইসি Jul 04, 2025
img
আবুধাবিতে ২৫ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি Jul 04, 2025
img
বাবা, মা, স্ত্রী-কন্যাকে ছাড়া থাকতে পারেন না অভিনেতা অভিষেক! Jul 04, 2025
img
ইরানের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Jul 04, 2025
img
রণবীরের ‘রামায়ণ’ ঝলকে মুগ্ধ নেটদুনিয়া, ট্রোলের মুখে ‘আদিপুরুষ’-এর প্রভাস Jul 04, 2025
img
সকালের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 04, 2025
img
বলিউড ও হলিউডের ছোঁয়ায় রণবীরের ‘রামায়ণ’ হয়ে উঠছে মহাকাব্যিক! Jul 04, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে বিসিবি সভাপতির হতাশা, দায় দেখছেন মানসিকতায় Jul 04, 2025
img
ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, ট্রাম্পকে বললেন পুতিন Jul 04, 2025
img
মূল লক্ষ্য থেকে পিছু হটবে না মস্কো, ট্রাম্পকে বললেন পুতিন Jul 04, 2025
img
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ: গোলাম পরওয়ার Jul 04, 2025
img
ঋতুপর্ণা হলেন বাংলাদেশের মেসি, বললেন বাফুফে কর্মকর্তা Jul 04, 2025
img
রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে : গভর্নর Jul 04, 2025
img
ইতিহাসে প্রথমবার, ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ হবে মক্কায় জুমার খুতবা Jul 04, 2025
img
ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর Jul 04, 2025
img
মাল্টা ও লিবিয়া উপকূলে অভিযান, উদ্ধার ১১৭ অভিবাসী Jul 04, 2025
img
বনানীর জাকারিয়া হোটেল হামলা: অভিযুক্তরা শনাক্ত, গ্রেফতারে চলছে পুলিশের অভিযান Jul 04, 2025
img
পিআর চায় অযোগ্যরা, ব্যালট চায় জনগণ : আমিনুল হক Jul 04, 2025
img
ভালুকের আক্রমণে প্রাণ গেল মোটরসাইকেল চালকের Jul 04, 2025
img
বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা Jul 04, 2025