ভালোবাসা এসেছিল, থাকে নি: বিচ্ছেদের পর একাই আছেন যেসব তারকা

শোবিজ তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তাদের সবকিছু নিয়েই ভক্তদের কৌতুহল। প্রিয় তারকা কি খাচ্ছেন, কি পরছেন, কাকে ফলো করছেন, কাকে মন দিচ্ছেন; সবকিছু। এসব কৌতুহলের মধ্যে প্রিয় তারকার ব্যক্তিজীবন নিয়েও জানতে চান তারা, যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে।

সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয়ে। তারকাদের সংসার ভাঙ্গার খবর মেনে নিতে পারেন না ভক্তরা। ঢাকাই শোবিজে অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেটি টিকিয়ে রাখতে পারেননি।

জেমস
ভালোবেসে ১৯৯১ সালে মডেল ও অভিনেত্রী কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল জেমস।
কিন্তু সে সংসার টেকেনি, ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। বেনজিরকে বিয়ে করার জন্য জেলেও যেতে হয়েছিল জেমসকে। এতকিছুর পর সে সংসারও টিকল না এই মহাতারকার।দুই বিচ্ছেদের পর আর কার সঙ্গেই সংসার শুরু করতে পারেননি জেমস।

শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে, আব্রাম খান জয়। ২০১৮ সালে একটি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে সেই বিয়ের খবর জানিয়েছিলেন অপু, যা পছন্দ হয়নি শাকিব খানের। এর তিন মাসের মধ্যেই ডিভোর্স দেন অপু।

এরপর তার জীবনে আসে আরেক নায়িকা শবনম বুবলী। ২০১৮ সালের জুলাইয়ে তাকে বিয়ে করেন শাকিব। সে সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে, নাম শেহজাদ খান বীর। এরপর বুবলীকে ডিভোর্স দেন নায়ক। এক সাক্ষাতকারে নায়ক স্পষ্ট জানিয়ে দেন, অপু এবং বুবলী দুজনেই তার কাছে অতীত। এরপর এই নায়ক আর কারো সঙ্গে এখনো ঘর বাধেন নি।

আরিফিন শুভ

ভালোবেসে ২০১৫ সালে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরিফিন শুভ। অর্পিতার বাড়ি ওপার বাংলা কলকাতায়। তিনি বিয়ের প্রায় আট বছর আগে থেকে ঢাকায় কর্মরত ছিলেন। হঠাৎ করেই গেল বছরে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ হয়েছে বলে জানান আরিফিন শুভ। এরপর তিনি আর বিয়ে করেননি।

শরিফুল রাজ
২০২১ সালে অক্টোবরে ভালোবেসে পরীমনিকে বিয়ে করেন শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট পুত্র সন্তানের বাবা হন রাজ। রাজ ও পরীর সন্তানের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মনের অমিল, বনিবনা না হওয়ায় ২০২৩ সালে সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের পর এখনও কারো সঙ্গে সংসার পাতেননি এই নায়ক।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চর দখল নিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১২ Apr 25, 2025
img
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত Apr 25, 2025
img
মালয়েশিয়ায় স্বর্ণজয় করলেন বাংলাদেশি সাঁতারু রাফি Apr 25, 2025
img
বড় নেতাদের মামলা নেই, ছাত্রলীগ নেতার ক্ষোভ প্রকাশ Apr 25, 2025
img
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে, নিজের প্যারাগ্লাইডারে উড়লেন মারুফ Apr 25, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ার ২৮ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেফতার Apr 25, 2025
img
৪০ বছর পরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই : টুকু Apr 25, 2025
img
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন Apr 25, 2025
img
শুভর দীপ্তিমান প্রত্যাবর্তন, আসন্ন ৫ ছবি নিয়ে চর্চা তুঙ্গে Apr 25, 2025
img
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৫ আ. লীগ নেতা গ্রেফতার Apr 25, 2025