বিয়ের পর স্বামী ও পরিচালক আদনান আল রাজীবের বাড়িতে প্রথম জন্মদিন উদ্যাপন করেছেন মেহজাবীন চৌধুরী। বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। জন্মদিনের উদ্যাপন শেষ হওয়ার পর ভক্তদের জন্য সুখবর দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
গত বৃহস্পতিবার ফেসবুকে তার জন্মদিনের মুহূর্তের ৬টি ছবি প্রকাশ করেন মেহজাবীন।
ক্যাপশনে লেখেন, বিশেষ জন্মদিন।
মেহজাবীন সংবাদ মাধ্যমে বলেন, খুব শিগগিরই বড় কাজের ঘোষণা দিতে পারি। সময় হলেই জানাব।
প্রসঙ্গত, ১৩ বছর প্রেমের পর চলতি বছরের ভালোবাসা দিবসে আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন।
আরএ/টিএ