আমেরিকায় পিয়া বিপাশার নতুন রূপ

ছোট পর্দার পরিচিত মুখ পিয়া বিপাশা একসময় নিয়মিত দর্শকদের মধ্যে ছিলেন। তবে হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি  এবং পরবর্তীতে জানা যায় যে, তিনি বসবাস করছেন  আমেরিকায়। এরপর তিনি আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেন।

২০১২ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন পিয়া বিপাশা। সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে এসে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের সঙ্গে অভিনয় করেন।

এটি তার অভিষেক নাটক। পিয়া বিপাশা বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। নাটকে নাম লেখানোর প্রথম সারির সব অভিনেতার সঙ্গেও জুটি বেঁধে হাজির হয়েছেন ছোট পর্দায়। এ তালিকায় রয়েছেন— আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, রিয়াজ, আহমেদ রুবেল, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা।

চলচ্চিত্রেও অভিষিক্ত হন তিনি। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে অভিষেক ঘটে। এতে স্ক্রিন শেয়ার করেন এবিএম সুমনের সঙ্গে। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। তারপর ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া।

কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন; আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী।

এসবের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা। এ সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সংসার জীবনেও ছন্দপতন ঘটে। ভেঙে যায় পিয়ার প্রথম বিয়ে। তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি। যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি। কয়েক বছর পর এ সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী।

ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পিয়া বিপাশা। বিয়ের পরিকল্পনাও করেছিলেন। এ বিষয়ে পিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে বলেছিলেন— ‘হ্যাঁ একজনের সঙ্গে প্রেম ছিল। কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি, তাই প্রেম টেকেনি। তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছি।’

এ সম্পর্ক থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া। চার মাসের জানাশোনার পর ২০১৯ সালের ২১ জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া। কীভাবে পরিচয় হলো ছেলের সঙ্গে? এ বিষয়ে পিয়া বিপাশা বলেছিলেন,‘আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমার এক ভগ্নিপতির সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয়। পরিচয়ের পর থেকেই দুজনের দুজনকে পছন্দ হয়।’

এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া বিপাশা। এরপর মিসেস ওয়ার্ল্ডে অংশ নেন তিনি। পিয়া দ্বিতীয় বাঙালি নারী যে এ প্রতিযোগিতায় অংশ নেন। পিয়া জানান, নিউ ইয়র্কে অবস্থিত তার স্বামী, শ্বশুর-শাশুড়ি—সবাই অনুষ্ঠানটিতে লড়ার জন্য সহযোগিতা করেছেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজেকে বদলে ফেলার মিশনে নামেন পিয়া বিপাশা; কমিয়ে ফেলেন ওজন।

সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় পিয়া বিপাশা। ইনস্টাগ্রামে একের পর ছবি পোস্ট করে নেটিজেনদের নজরে থাকছেন আলোচিত এই মডেল। 

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
এপিএস মোয়াজ্জেমের পদত্যাগকে ‘অপসারণ’ হিসেবে ছড়ানো হয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ Apr 26, 2025
img
“সব ব্যথা এক নয়”—সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মউপলব্ধির বার্তা দিলেন প্রভা Apr 26, 2025
img
‘আড়ি’ প্রদর্শনের আগে বিতর্ক! নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি জিৎ চক্রবর্তীর Apr 26, 2025
img
দীর্ঘ বিরতির পর ‘সহচরী’ দিয়ে পর্দায় ফিরলেন মুনমুন সেন Apr 26, 2025
img
চলতি বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি Apr 26, 2025
img
যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ ! Apr 26, 2025
img
রহস্য, রোমাঞ্চ আর নারীর মেধা—সব মিলিয়ে জমেছে ‘ডিটেকটিভ চারুলতা’ Apr 26, 2025
img
‘গ্রিক গড’ হৃতিক নয়, সামান্থার চোখে সবচেয়ে সুন্দর মহেশবাবু Apr 26, 2025
img
পাঁঠার মাংস খেয়েছেন? এবার বাসন মাজুন—নানার ব্যতিক্রমী প্রতিশোধ Apr 26, 2025
img
তুরস্কের সাংবিধানিক আদালতে বক্তব্য দিলেন প্রধান বিচারপতি Apr 26, 2025