কান উৎসবে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আলী’

কানের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে দেশের অন্যতম তরুণ মেধাবী নির্মাতা আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘আলী’। খবরটি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন আদনানের শোবিজ জগতের গুরু তথা দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও বর্তমানের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ছবিটি স্বল্পদৈর্ঘ্য হলেও দেশিয় চলচ্চিত্র ইতিহাসে এটি একটি অনন্য সংযোজন। কেননা কান চলচ্চিত্র উৎসবের মতো বিশ্ববিখ্যাত আয়োজনের সঙ্গে বাংলাদেশের খুব বেশি ছবির নাম যুক্ত হয়নি এখন।

মোস্তফা সরয়ার ফারুকী বেশ আবেগপ্রবণ হয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘কিছু খবর আপনাকে আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমনই একটি খবর! প্রায় ১৮ বছর আগে যখন আদনান প্রথম আমার আস্তানায় মহাখালীতে এসেছিলো, তখন আমি একটি ছেলেকে দেখেছিলাম যে কিছু একটা করে দেখাতে চায়! ‘গতকাল যখন সে আমাকে ফোন করে জানালো যে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কানে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম! যে কোনো বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতার এই অর্জন আমাকেও সমানভাবে খুশি করে! কিন্তু যখন সেই অর্জন আপনার পরিবারের কারও হয়, তখন আপনি আবেগ লুকাতে পারবেন না! আমার ভাই-ব্রাদারদের দলের কাছ থেকে এটি এখন পর্যন্ত সেরা খবর! কিন্তু আমি জানি এটিই শেষ খবর নয়। আরও কিছু দেখার আছে!’’

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। আজ দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’র মনোনয়নের কথা জানান নির্মাতা নিজেও।

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষদের তো আনন্দিত করবেই, তরুণদেরও অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন। তিনি বলেন, ‘স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এ ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ বা নবীন বড় ও অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা উৎসাহব্যঞ্জক ঘটনা বলেই মনে করি। এই জায়গা করে নেওয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করি।’

নিয়মের কারণে ‘আলী’ সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজীব। তিনি জানান, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের এবারের কান যাত্রা এখানেই শেষ নয়। ‘আলী’ সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। ‘ক্যাটালগ’ মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়। লড়বে পাম দ’রের জন্য।

একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এই অর্জন বিরল। সব মিলিয়ে, কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’ ও ফিলিপাইনের শর্টফিল্ম ‘আগাপিতো’ নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ। পাশাপাশি কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও ৯টি সিনেমা।
নির্মাতা আদনান আল রাজীব

প্রসঙ্গত, এটিই আদনানের কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে প্রথম সংযুক্তি নয়। গত বছর ‘কান ক্রিটিকস উইক’-এর প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় প্রযোজক আদনান আল রাজীব ও তানভীর হোসেন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র‌্যাডিক্যালস’।

কান চলচ্চিত্র উৎসবের একটি সমান্তরাল শাখা কান ক্রিটিকস উইক। এর আয়োজন করে ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকস। এই ছবি নিয়ে কানে অংশগ্রহণও করেছিলেন আদনান।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
চর দখল নিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১২ Apr 25, 2025
img
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত Apr 25, 2025
img
মালয়েশিয়ায় স্বর্ণজয় করলেন বাংলাদেশি সাঁতারু রাফি Apr 25, 2025
img
বড় নেতাদের মামলা নেই, ছাত্রলীগ নেতার ক্ষোভ প্রকাশ Apr 25, 2025
img
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে, নিজের প্যারাগ্লাইডারে উড়লেন মারুফ Apr 25, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ার ২৮ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেফতার Apr 25, 2025
img
৪০ বছর পরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই : টুকু Apr 25, 2025
img
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন Apr 25, 2025
img
শুভর দীপ্তিমান প্রত্যাবর্তন, আসন্ন ৫ ছবি নিয়ে চর্চা তুঙ্গে Apr 25, 2025
img
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৫ আ. লীগ নেতা গ্রেফতার Apr 25, 2025