আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: রিজভী

অন্তবর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টার নামে মামলা প্রত্যাহার করা হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো কেন বহাল তবিয়তে রয়েছে এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫শে এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন। অনুষ্ঠানে তিনি বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদ যেন এ দেশে আর ফিরে না আসে।

এ সময়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের আর এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলেও মন্তব্য করেন তিনি।

আরআর/টিএ 

Share this news on: