২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। জঙ্গি হানায় নিরীহ পর্যটকদের হত্যা মেনে নিতে পারছেন না কেউই। বলিউডও এই নৃশংস ঘটনার তীব্র নিন্দায় সরব। শাহরুখ খান, সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল-সহ একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এই ঘটনার জেরে বাতিল হয়েছে বলিউডের বেশ কয়েকটি ছবির প্রচার কর্মসূচি। এর মধ্যেই কিছু অনলাইন মন্তব্যে পাকিস্তানের পক্ষ নেওয়ার ইঙ্গিত উঠে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। তিনি সরাসরি প্রশ্ন করেছেন, “এত বোকা কেন! এই ধরনের প্রশ্নের কোনও মানে হয়?”
ভাগ্যশ্রী স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের পরও যারা দোষারোপের বদলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন, তারা একেবারেই দায়িত্বজ্ঞানহীন।
কাশ্মীর দীর্ঘদিন পর যখন স্বাভাবিক অবস্থার দিকে ফিরছিল, পর্যটকদের আনাগোনা বাড়ছিল, তখন এই হামলা ফের আতঙ্কের আবহ তৈরি করেছে। উপত্যকার বাসিন্দারাও শান্তির দিকে এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎ এমন হামলায় তাঁদের জীবনযাত্রা ফের বিপর্যস্ত।
অভিনেত্রী ভাগ্যশ্রী যেমন সমবেদনা জানিয়েছেন কাশ্মীরবাসী ও নিহতদের পরিবারদের, তেমনই তাঁদের পাশে দাঁড়িয়ে বলেছেন, “আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। সাহস রাখতে হবে।”
এদিকে স্থানীয় কাশ্মীরিরাও যেভাবে পর্যটকদের সাহায্যে এগিয়ে এসেছেন, তা ইতিবাচক বার্তা দিচ্ছে। হামলার পর কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের বিনা পারিশ্রমিকে নিরাপদে বিমানবন্দর ও রেলস্টেশনে পৌঁছে দিচ্ছেন স্থানীয় অটো, টোটো ও রিক্সা চালকেরা।
এমন মানবিকতাই দেখিয়ে দেয়, সন্ত্রাস নয়, শান্তি ও সহমর্মিতাই কাশ্মীরের আসল পরিচয়।
এসএস