বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ।
দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একটি টেলিভিশন টকশোতে জনতা পার্টির প্রতি ব্যক্তিগত শুভেচ্ছা ও আবেগঘন বার্তা দিয়েছেন।
তিনি বলেন, “প্রথমেই সবগুলো নতুন দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার যৌবনের সময়ের পছন্দের একজন নায়ক ছিলেন তিনি। আমরা একই জেলার মানুষ, খুবই সাধারণ পরিবারের ছেলে ছিলেন তিনি। আমি চাই, ইলিয়াস কাঞ্চনের দল সফল হোক।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বেশ আলোড়ন তুলেছে। অনেকেই এটিকে রাজনৈতিক শালীনতা ও সৌজন্যের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘জনতা পার্টি বাংলাদেশ’।
দলটির চেয়ারম্যান হয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হিসেবে আছেন সাবেক সাংবাদিক নেতা ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
দলের স্লোগান: “গড়বো মোরা ইনসাফের দেশ”।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটি তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও রাজনৈতিক রূপরেখা তুলে ধরে।
এসএস