রাতে নামছে লাহোর, জ্বলে উঠবেন তো রিশাদ

টানা দুটি ম্যাচে স্পিনঘূর্ণি দেখিয়েছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সও জিতেছিল। পেশোয়ার জালমির বিপক্ষে সবশেষ দুটি ম্যাচে ব্যর্থ হয়েছিলেন টাইগার স্পিনার। দলও হেরেছে। আজ রাতে আরেকটি লড়াই। গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে রিশাদদের দল।

মোহাম্মদ রিজওয়ানের দলটির বিপক্ষে লাহোরের অতীত রেকর্ড মোটেও ভালো না। সবশেষ পাঁচ দেখায় চারবারই হেরেছে। এবারের পিএসএলেও মুখোমুখি দেখায় ৩৩ রানে হেরেছিল লাহোর। রাতে সেই হারের বদলা নেওয়া এবং টুর্নামেন্টে টিকে থাকার লড়াই শাহিন শাহ আফ্রিদিদের।

এমন ম্যাচে রিশাদের জ্বলে ওঠা প্রয়োজন। লাহোর সবশেষ দুটি ম্যাচে একটিতে হেরেছে বোলিং ব্যর্থতার কারণে, অন্যটিতে ব্যাটিং। দুটি ম্যাচেই বাজে ফর্ম দেখিয়েছিলেন রিশাদ। পেশোয়ারের বিপক্ষে গত পরশু ১৩ বলে করতে পারেন মোটে ১৩ রান। বোলিংয়েও ছিলেন নখদন্তহীন। ২ ওভারে ১৮ রান দিয়েও পাননি উইকেট। তাতেই উইকেটশিকারের তালিকায় টাইগার স্পিনার নেমে গেছেন শীর্ষ চারে। আজ একাদশে রিশাদ থাকবেন কিনা, তা নিয়ে যদিও শঙ্কা নেই। তবে রিশাদ এবং বাকিদের জ্বলে ওঠা লাহোরের খুব প্রয়োজন।

শেষ চার নিশ্চিত করতে হলে জয়ের ধারায় ফিরতে হবে শাহিনদের। টুর্নামেন্ট শুরুতে হার দেখা লাহোর এখন টেবিলের তিনে। ৬ দলের লড়াইয়ে শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে করাচি কিংস। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে লাহোর। তারা লড়বে একটি জয় নিয়ে টেবিলের তলানিতে থাকা মুলতানের বিপক্ষে। আজ রাত ৯টার লড়াইয়ে রিশাদদের বিপক্ষে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে রিজওয়ানের দলটির। রিশাদরা তাতে শেষ চারের পথেও অনেকটা এগিয়ে যাবে।

টাইগার স্পিনার রিশাদের ওপর আস্থা রাখার কথা আগেই বলেছেন শাহিন, ‘রিশাদ হোসেন আমাদের জন্য দারুণ বোলিং করছেন। আমি বিশ্বাস করি সামনের খেলাগুলোতে পিচের সঙ্গে সে দারুণ ভাবে মানিয়ে নেবে।’ এবার রিশাদের মান রাখার পালা।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

যে কারণে কাশ্মীরের ‘ঘিবলি’ ছবি পোষ্ট করেছিলেন দর্শনা বনিক Apr 26, 2025
অটোরিকশার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন প্যাডেল রিক্সা মালিকরা Apr 26, 2025
নির্বাচন নিয়ে কি ভাবছে বিএনপি নেতারা! Apr 26, 2025
নতুন দল বাংলাদেশ মলম পার্টি নিয়ে আসছেন রিমন! Apr 26, 2025
বাংলার সীমান্তে কেন ভারতীয় যুদ্ধবিমান? Apr 26, 2025
img
রিয়া মণির কারণে ৩ সংসার ভেঙেছে, জানালেন হিরো আলম Apr 26, 2025
img
পাকিস্তানের তদন্ত প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া Apr 26, 2025
img
বিয়ের পর পর্দায় ফিরছেন কীর্তি সুরেশ, সুরিয়ার সঙ্গে নতুন সিনেমা! Apr 26, 2025
img
ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে : নুর Apr 26, 2025
img
দেশে ভোটার তালিকায় ২৩ লাখ মৃত, নতুন যুক্ত ৬৩ লাখ Apr 26, 2025