চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদের সামনে এখন লা লিগার শিরোপাও অনিশ্চিত, বার্সেলোনার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে। পারফরম্যান্সেও নেই আগের মতো দাপট। ঠিক এমন কঠিন সময়েই কোপা দেল রে'র ফাইনালে নামছে লস ব্লাংকোরা, যেখানে অন্তত একটি ট্রফি জিতে মৌসুমটা রক্ষা করতে চায় তারা। তবে সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, যারা রয়েছে দুর্দান্ত ফর্মে।
মৌসুমের আগের দুই সাক্ষাতেই রিয়ালের বিপক্ষে উৎসব করেছে বার্সেলোনা। লিগে রিয়ালের মাঠে জিতেছে ৪-০ গোলে এবং সুপার কাপের ফাইনালে বার্সার জয় ৫-২ ব্যবধানে। সেভিয়ার লা কার্তুয়া স্টেডিয়ামে আজ জিতে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার আশা বার্সার।
তবে ম্যাচ যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আগাম সেই ধারণাই করছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘রিয়াল দারুণ একটি দল এবং তাদের বিশ্বের অন্যতম সেরা কোচ আছে।
ম্যাচ সহজ হবে না। আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে।’
লামিনে ইয়ামাল, রবার্ত লেভানদোস্কি ও রাফিনিয়া—এই ত্রয়ী আছেন দারুণ ছন্দে। তাদের সামনে রিয়ালের রক্ষণকে দিতে হতে পারে কঠিন পরীক্ষা। যদিও ডেভিড আলাবা ও কামাভিঙ্গার চোটে শক্তি কমেছে রিয়ালের।
তবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামদের দিনে যেকোনো কিছু হতে পারে। কার্লো আনচেলোত্তি তাই সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায় আছেন, ‘আমাদের কৌশলে কিছু পরিবর্তন এনেছি। ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন। যদি সেটা পেয়ে যাই, তবে আমরাই জিতব।’
মৌসুমে ৩৩ গোল করলেও এখনো সেরা ছন্দ খুঁজে পাননি এমবাপ্পে। বড় ম্যাচে নিজেকে আলাদা করে চেনাতে পারেননি। আজ কি পার্থক্য গড়তে পারবেন?
আরএম/এনএস