গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রশ্ন তুলেন চাঁদাবাজদের তো বুকের রক্ত দিয়ে হটিয়েছি, এখন কারা চাঁদা তুলছে বলে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ পঞ্চগড় শাখার আয়োজনে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ তারিখের পরেও টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। এখনো অবাধে চলছে। গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের মতো দখলবাজি চাঁদাবাজি বন্ধ হয় নি। সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে।
তিনি আরও বলেন, এই পঞ্চগড়ে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছে গণ অধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজুর রহমান। আপনাদের সামনে সুযোগ এসেছে প্রকৃত মানুষকে জনপ্রতিনিধি করার।
এছাড়াও তিনি সুযোগ পেলে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বন্ধ চিনিকল চালু করা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্যোগের কথা বলেন।
এ সমাবেশে গণ অধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ।
এসএম/এসএন