পহেলগাম কাণ্ডে দেশজুড়ে শোকের আবহে কনসার্ট বাতিল শ্রেয়ার

ভূস্বর্গের ভয়ানক জঙ্গি হামলায় শোকাচ্ছন্ন গোটা দেশ। দিন দুয়েক আগেই পহেলগাঁও কাণ্ডে নিহতদের শ্রদ্ধার্ঘ্য জানাতে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ সিং। এবার সেই একই পথে হেঁটে সুরাটের শো বাতিল করার ঘোষণা শ্রেয়া ঘোষালের।

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহামলার ঘটনাতেও নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রেয়া ঘোষাল। শোকপ্রকাশ করে বলেছিলেন, “পহেলগাঁওয়ের ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই হামলার জন্য সব হারানো পরিবারগুলির জীবন উলট-পালট হয়ে গেল। এত এই হামলা আমাদের দেশের জন্য একটা বড় ক্ষত।’ এবার শো বাতিল করলেন গায়িকা। গত দু’ দশকে অন্যতম বড় জঙ্গিহামলা যখন দেশবাসীর মনে ‘ধর্মের ধ্বজাধারী দৈত্যদানো’দের বিরুদ্ধে রাগ-বিদ্বেষের জন্ম দিয়েছে, তখন সেই আবহে সুরাটের কনসার্ট বাতিল করে দিলেন শ্রেয়া।

আসমুদ্র হিমাচলের শ্রোতা-অনুরাগীদের কাছে তাঁর কনসার্ট মানেই উন্মাদনা। কাতারে কাতারে ভিড়। ২৬ এপ্রিল, শনিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে এক বিবৃতি জারি করে।

সেই বিবৃতিতে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সম্মিলিত সিদ্ধান্তে, শনিবার, ২৬শে এপ্রিল চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা বাতিল করা হল। আয়োজকদের তরফে এও বলা হয়েছে যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়িকা এবং তাঁদের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনার এই কালো স্মৃতি হয়তো চিরকাল তাড়া করে বেড়াবে গোটা দেশকে। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেনি উপত্যকা। ‘আগর ফিরদৌস বার রু-ই জমিন আস্ত, হামিন আস্ত-ও, হামিন আস্ত-ও, হামিন আস্ত…’, ভবিষ্যতে ভূস্বর্গে দাঁড়িয়ে হয়তো আমির খসরুর লেখা এই ফারসি পংক্তি আওড়াতে গিয়ে শিউড়ে উঠবেন পর্যটকরা! এহেন ভয়ঙ্কর ঘটনায় আমজনতার সঙ্গে ঘুম উড়েছে তারকাদেরও। এমন শোকের আবহে সুরাটের শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অর্ধলক্ষ মানুষের জমায়েত প্রেসক্লাব এলাকায় Apr 26, 2025
img
পৌরাণিক সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না Apr 26, 2025
img
১৫ বছর আগের ছবি শেয়ার করে ভাইরাল জোভান Apr 26, 2025
img
কাশ্মীর প্রসঙ্গে রাখি গুলজারের মন্তব্য, ‘সবই আসলে ক্ষমতার লড়াই’ Apr 26, 2025
img
বস্তায় পাওয়া গেল দেহের খণ্ডিত অংশ, খোঁজ নেই মাথার Apr 26, 2025
img
বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার Apr 26, 2025
img
নির্বাচন বিলম্বিত করা ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আযম খান Apr 26, 2025
img
সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায় জামায়াত Apr 26, 2025
img
ফ্যাসিবাদের সহযোগী বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী Apr 26, 2025
img
শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন Apr 26, 2025