কাশ্মীর প্রসঙ্গে রাখি গুলজারের মন্তব্য, ‘সবই আসলে ক্ষমতার লড়াই’

কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। অভিনেত্রী রাখি গুলজ়ার মনে করছেন কাশ্মীরে হামলা মূলত ক্ষমতার লড়াই।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “সন্ত্রাসবাদীরা যাদের হত্যা করল তাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। সবটাই আসলে ক্ষমতার লড়াই। গদির আস্ফালন। সাধারণ মানুষ তার শিকার। আমার দেশের এ রকম ঘটনা দেখে লজ্জা বোধ হয়।”

তিনি আরও বলেন, “হিংসা-বিদ্বেষকে ছাপিয়ে ধর্মের জন্য এই হত্যা মেনে নেওয়া যায় না। ইতিহাসে যুদ্ধের কথা, যুদ্ধের জন্য অগুন্তি মানুষের মৃত্যুর কথা— পড়েছি। কিন্তু পহেলগামে যেভাবে সাধারণ পর্যটকদের মৃত্যু হল। বাচ্চা ছেলে চোখের সামনে বাবার মৃত্যু দেখল। তা ভয়াবহ। মেনে নিতে পারছি না।”

এদিকে মুক্তির অপেক্ষায় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবি। এরইমধ্যে ভাইরাল হয়েছে ট্রেলার। ছবিটি নিয়ে কথা বলতে গিয়েই কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করেন অভিনেত্রী। মুক্তি প্রতীক্ষিত ছবিটি নিয়ে রাখি বলেন, “পুরো ছবি দেখে মানুষের যদি ভাল লাগে সেটাই পাওয়া।”

গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা।

এসএম/এসএন

Share this news on: