কাশ্মীরের বৈসরন উপত্যকায় গত ২২ এপ্রিল ঘটে ভয়াবহ এক হামলা, যাতে প্রাণ হারান ২৬ জন, এরমধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। মর্মান্তিক এই ঘটনার পর ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে শোক ও ক্ষোভের ঝড়। দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিবাদ ও সংবেদন প্রকাশ করেছেন।
এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনেও। কাশ্মীরের ঘটনায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মুম্বাইয়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে পাকিস্তানি অভিনেতাদের বয়কটের ডাক। সেই বয়কটের রেশ গিয়ে পড়েছে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইলের ওপর, যিনি ইমানভি নামে পরিচিত। তাকে ‘পাকিস্তানের মেয়ে’ বলে কটাক্ষ করা হচ্ছে, এমনকি ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইমান লিখেছেন, কাশ্মীরের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। কিন্তু দুঃখজনকভাবে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই—আমার সঙ্গে পাকিস্তান কিংবা পাক সেনার কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রের নাগরিক, লস অ্যাঞ্জেলসে জন্ম। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারি। আমার পরিবার ভারতের, তাই আমাকে ভুল প্রেক্ষিতে উপস্থাপন করা একেবারেই অন্যায়।
শিগগিরই প্রভাসের বিপরীতে ‘ফৌজি’ সিনেমায় দেখা যাবে ইমানকে। এই পরিস্থিতিতে ইমানের পোস্টে তার ভক্তরা সমর্থন জানিয়ে মন্তব্য করছেন, ঘৃণার বদলে হোক সহানুভূতির বার্তা।
আরএম/এনএস