বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার ও জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট উপাধিতে ভূষিত করে।
বাংলা ছাড়াও বহু ভারতীয় ও বিদেশী ভাষায় অনূদিত হয়েছে শরৎচন্দ্রের রচনা। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে ‘দেবদাস’, ‘বড়দিদি’, ‘বিরাজ বৌ’, ‘বিন্দুর ছেলে’, ‘পরিণীতা’, ‘মেজদিদি’, ‘গৃহদাহ’, ‘চরিত্রহীন’, ‘পথের দাবি’, ‘শেষ প্রশ্ন’, ‘শ্রীকান্ত’, ‘পল্লী সমাজ’ প্রভৃতি উল্লেখযোগ্য।
শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। ‘দেবদাস’ বাংলার পাশাপাশি হিন্দিতেও চিত্রায়িত হয়েছে। সব মিলিয়ে বাংলা সাহিত্যাঙ্গনে শরৎচন্দ্রের অবদান গভীর ও ব্যাপক। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কালজয়ী এই লেখকের জীবনাবসান ঘটে।
তার একটি উক্তি-
“ফরমাশ দিয়া সাহিত্য সৃষ্টি হয় না।”