দেশে যা কিছু ঘটুক না কেন, রাখি সাওয়ান্তের নিজস্ব মতামত থাকেই। আর তার মন্তব্য ঘিরে বিতর্ক হওয়াটা যেন একপ্রকার স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বলিউডের আলোচিত এই তারকাকে তাই অনেকেই 'কনট্রোভার্সি কুইন' বলেই চেনেন। বিয়ে হোক, প্রেম বা পাকিস্তান সফর—প্রতিটি বিষয়েই আলোচনার কেন্দ্রে থাকেন রাখি। এবারও তার এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ঘটনাটি একটু বিস্তারিতভাবে বলা যাক। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরান উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবাদ উঠেছে নানা মহলে। এমনকি ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর এই প্রেক্ষাপটেই বিপাকে পড়েছেন সীমা হায়দার—যিনি ২০২৩ সালে অবৈধভাবে পাকিস্তান থেকে ভারতে এসে এক ভারতীয় যুবককে বিয়ে করেন।
এই সীমার পক্ষ নিয়েই এবার সরব হয়েছেন রাখি সাওয়ান্ত। নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, সীমা হায়দার এখন ভারতের বউমা, দয়া করে তাকে পাকিস্তানে ফেরত পাঠাবেন না। নারীর প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এমন সিদ্ধান্তে ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে আরও উজ্জ্বল হবে।