গত ঈদুল ফিতর ছিল ঢালিউডের জন্য এক নতুন দিগন্তের সূচনা। প্রেক্ষাগৃহগুলো ফিরে পেয়েছে প্রাণ, দর্শকরাও ফিরেছেন সিনেমা হলে। মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। এই দুই সিনেমায় কলকাতার নায়িকা ইধিকা পাল ও দর্শনা বণিক থাকলেও, দর্শকদের মন জয় করে নিয়েছেন ঢাকার অভিনেত্রীরা।
‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’ ও ‘চক্কর ৩০২’—এই সিনেমাগুলোর মাধ্যমে আলোচনায় আসেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি, সজল, নুসরাত ফারিয়া ও মোশাররফ করিম। তবে ঈদ শেষে আলোচনায় টিকে থাকা সিনেমাগুলোর কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকার অভিনেত্রীদের দৃঢ় উপস্থিতি।
বিশেষজ্ঞদের মতে, কলকাতার দুই নায়িকা ইধিকা পাল ও দর্শনা বণিক বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে না পারায় তাদের সিনেমাগুলো খুব বেশি আলোচনায় আসেনি। একই অবস্থা নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’ সিনেমার বেলায়ও, যা বক্স অফিসে আশানুরূপ পারফর্ম করতে পারেনি।
এদিকে ঈদুল আজহা ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা। নির্মাতারা আশাবাদী, এবারও নায়িকাদের শক্তিশালী পারফরম্যান্স সিনেমা বাজারে প্রাণ ফিরিয়ে আনবে।
এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—
তান্ডব
শাকিব খান অভিনীত এই অ্যাকশনধর্মী সিনেমার পরিচালনায় রয়েছেন রায়হান রাফি। সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে, যা নিয়ে ইতিমধ্যে হাইপ তৈরি হয়েছে।
পিনিক
শবনম বুবলী অভিনীত এই সিনেমার পরিচালক জাহিদ জুয়েল। আদর আজাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় ফিরছেন বুবলী। তার আগের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ ভালো সাড়া ফেলায়, এবারও তার কাছ থেকে দর্শকের প্রত্যাশা বেশি।
ইনসাফ
সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এটি ফারিণের দ্বিতীয় সিনেমা হলেও তার অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
টগর
পূজা চেরী অভিনীত এই সিনেমার বিপরীতে রয়েছেন আদর আজাদ। সিনেমাটির প্রচারণা অনেক আগেই শুরু হয়েছে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
নীলচক্র
মিঠু খান পরিচালিত এই সিনেমায় রয়েছেন মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ। এটি মন্দিরার দ্বিতীয় সিনেমা হলেও, তার অভিনয় ঘিরে দর্শকের আগ্রহ লক্ষণীয়।
এশা মার্ডার: কর্মফল
সানী সানোয়ারের পরিচালনায় নির্মিত এই মার্ডার মিস্ট্রি সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ। থ্রিলারপ্রেমীদের জন্য এটি হতে পারে বড় চমক।
এছাড়া, ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনায় রয়েছে নাজিফা তুষি ও সাদিয়া আয়মানের অভিনীত আরও কয়েকটি সিনেমা, যার মুক্তির ঘোষণা এখনো আসেনি।
সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, এ বছরের কুরবানির ঈদেও ঢালিউডে নায়িকাদের দাপট অব্যাহত থাকবে। ঈদের বাজার হবে জমজমাট, আর দর্শকরা আকৃষ্ট হবেন বড় পর্দার বিনোদনে।
এসএম/এসএন