দক্ষিণী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় অভিনয় করেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি আবারও একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন, যেটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা প্রশান্ত নীল।
তেলেগু সংবাদ মাধ্যম ১২৩তেলেগু’র প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রুতি হাসান এই সিনেমায় বিশেষ একটি গানে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। যদিও এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, তবে শ্রুতি হাসান একেবারে আলাদা একটা আকর্ষণ যোগ করবেন তার বিশেষ গানের মাধ্যমে।
যদিও পরিচালক প্রশান্ত নীল সাধারণত তার সিনেমায় আইটেম গান তেমন একটা রাখেন না। তবে এবার শ্রুতির গানে যোগদান জুনিয়র এনটিআরের চরিত্রটিকে সিনেমায় আরও ভালোভাবে সংযোগ ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতার থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
গুঞ্জন আছে, ছবিটির নাম আপাতত ‘এনটিআরনিল’ রাখা হলেও সামনে নাম পরিবর্তন করে ‘ড্রাগন’ রাখা হতে পারে। এর আগে এসএস রাজামৌলি এক জনসমক্ষে উপস্থিত হয়ে ভুলবশত এই ছবিটিকে ড্রাগন নাম দিয়ে সম্বোধন করেছিলেন। তার পর থেকে বিষয়টি আরও ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা আরও কৌতূহলী হয়ে ওঠেন।
উল্লেখ্য, জুনিয়র এনটিআর সম্প্রতি বলিউডের বহুল আলোচিত ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করেছেন। ছবিটিতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন হৃত্বিক রোশন। ইতোমধ্যেই প্রশান্ত নীলের নতুন এই সিনেমার শুটিং সেটেও যোগ দিয়েছেন এই দক্ষিণী তারকা।
আরএ/এসএন