বিদেশিনীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বলছেন সৃজিত

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের। বিশেষ করে পরিচালকের বিবাহিত জীবনে কী চলছে, তা অনেকেই জানতে চান।
তার অন্যতম কারণ, সৃজিতের সঙ্গে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে থাকছেন না। অভিনেত্রী তার মেয়েকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন। তবে তাঁদের বিচ্ছেদ হয়েছে কিনা অথবা সেই পথে হাঁটবেন কিনা, তা নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

আর এরই মাঝে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে এক বিদেশিনী অভিনেত্রীর ঘনিষ্ঠতা বেড়েছে। আর সম্প্রতি তাদের দুজনকে এক ফিল্মি পার্টিতে দেখা গেছে একসঙ্গে। তারপর থেকে জল্পনা আরও তুঙ্গে।

টলিপাড়ার খুবই চেনা মুখ আলেকজান্দ্রা টেলর। অনেক বাংলা ছবিতেই তাকে দেখা গেছে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিলবিল সোসাইটির প্রিমিয়ারে আলেকজান্দ্রা ও সৃজিতকে কথা বলতে দেখা যায়। আর সেখান থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, তাদের মধ্যে কিছু একটা চলছে। সৃজিত নতুন করে বিদেশিনীর প্রেমে পড়েছেন।

বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, প্রেম নয়, আলেকজান্দ্রা খুব ভালো বন্ধু।

সৃজিত বললেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালোবাসি। সে একটা পেট শপে আগে কাজও করেছে।’

আলেকজান্দ্রা ও সৃজিতের মধ্যে সবচেয়ে বড় মিল হল দুজনেই সাপ ভালোবাসেন। অভিনেত্রী এর আগে একটি পেট শপে বহুদিন কাজও করেছেন। সৃজিতেরও সাপ-প্রেম অসম্ভব। বাড়িতে পুষেছেন প্রায় ৪টা সাপকে। তাদের আবার রয়েছে আলাদা আলাদা নামও।

প্রসঙ্গত, গত বছর থেকেই মিথিলা ও সৃজিতের দাম্পত্য নিয়ে চর্চা চলছে। এমনকী পরিচালকের জন্মদিনেও দেখা যায়নি মিথিলা ও তার মেয়েকে। শুধু তাই নয়, গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। সেই সময়ই স্ত্রী মিথিলা পাশে ছিলেন না।

এফপি/এসএন  

Share this news on: