বিসিবির টাকা স্থানান্তর নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ফিক্সড ডিপোজিটের ২৩৮ কোটি টাকা ১৪টি ব্যাংকে স্থানান্তরিত হয়েছে। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করার আগেই তা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পরে বিষয়টি নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বিস্তারিত জানান। এরপর বিসিবি এক বিবৃতিতে পুরো ঘটনাটি প্রকাশ করেছে।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। শনিবার (২৬ এপ্রিল) এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বিসিবির সাথে আমার কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো। এক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে কি না তা আমরা দেখবো। সরকারি যেকোন প্রতিষ্ঠানকেই আমি বলবো, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে সেখানে টাকা রাখতে।’

এর আগে টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের পেছনে যুক্তি দেখিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘রেড জোন থেকে গ্রিন আর ইয়োলো জোনের ব্যাংকে নিয়ে গেছি টাকা। স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংকে আছে ১২ কোটি টাকা। মোট আড়াইশ কোটি। এদের থেকে আমি স্পন্সর পেয়েছি ১২ কোটি টাকার কাছাকাছি, আর প্রতিশ্রুতি পেয়েছি আরও ২৫ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার বানায় দিবে।’

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বলেছে, ‘গত ২০২৪ সালের আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর জনাব ফারুক আহমেদ বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনের পর দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই উদ্যোগের অংশ হিসেবে বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোর পুনর্মূল্যায়ন করে এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গ্রীন ও ইয়েলো জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেই বোর্ড আর্থিক লেনদেনে জড়িত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত একাউন্টে স্থানান্তর করা হয়।’

‘প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে, বোর্ড সভাপতি কোন একক সিদ্ধান্তবলে বোর্ড এর পরিচালনা পর্ষদের অজ্ঞাতে ব্যাঙ্ক পরিবর্তনের অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করেন না। পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী হিসাবে দুজন বোর্ড পরিচালক আছেন বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান জনাব মাহবুবুল আনাম। বিসিবি সভাপতি এসংক্রান্ত বিষয়ে স্বাক্ষরদাতা নন।’

‘সেপ্টেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত বিসিবি তার অর্থ ও স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব ১৩টি নির্ভরযোগ্য ব্যাংকের হাতে দিয়েছে। এই সিদ্ধান্ত বিসিবির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রতিযোগিতামূলক মুনাফা প্রাপ্তির মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। এর ফলে পূর্ববর্তী সময়ের তুলনায় বিসিবির স্থায়ী আমানত থেকে ২-৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মুনাফা হয়েছে।’

‘গত ছয় মাসে বিসিবি তার বর্তমান তিনটি ব্যাংকিং অংশীদারের কাছ থেকে আনুমানিক ১২ কোটি টাকার স্পনসরশিপ পেয়েছে। এছাড়াও, অবকাঠামো উন্নয়নের জন্য বিসিবির অংশীদার ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, যা এই আর্থিক সম্পর্কগুলোর দৃঢ়তা ও গভীরতা নির্দেশ করে।’

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইলে ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগারের চার শতাধিক বই লুটপাট Apr 27, 2025
আইপিএলে ‘নিষিদ্ধ উদযাপন’ করে নোটবুকে যা লিখেছিলেন দিগ্বেশ রাঠী! Apr 27, 2025
২৫০ কোটি টাকা স্থানান্তর নিয়ে যা জানালো বিসিবি Apr 27, 2025
ম্যারাডোনার বিষয়ে যা বললেন অভিযুক্ত চিকিৎসক Apr 27, 2025
img
ফাইনালে হেরে রিয়াল ছাড়ার প্রশ্নে যা বললেন আনচেলত্তি Apr 27, 2025
img
সমাজ পরিবর্তনে ছাত্র-জনতা ও বীর জনতাকেই নেতৃত্ব দিতে হবে, বললেন নুরুল হক নুর Apr 27, 2025
img
তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশকে নতুন রূপ দিবে: বেলাল হোসেন Apr 27, 2025
img
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Apr 27, 2025
img
ধর্ষণ ঠেকাতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেন: আব্দুস সালাম Apr 27, 2025
img
জুমার নামাজে নিহতদের জন্য কাঁদলেন ভারতের মুসলমানরা Apr 27, 2025