গৌতম কৈরীর সিরিজ ‘আন্তঃনগর’ বদলে দেয় নিদ্রা নেহার গতিপথ। বেশকিছু কাজে প্রশংসিত হন এ অভিনেত্রী। সবশেষ আলোচিত হন শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করে। যদিও সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাঁকে।
তখনই জানা যায়, এ অভিনেত্রীর বাবা ক্যানসারের রোগী। রয়েছেন শেষ স্টেজে। এবার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েও পারলেন না তিনি। অসহায় হয়ে এয়ারপোর্টেই কাঁদলেন। তুলে ধরলেন আমলাতান্ত্রিক জটিলতা।
নেহা আজ বিকেলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে আসেন। জানান, সরকারি কর্মকর্তা হওয়ায় তাঁর বাবার এনওসির (নো অবজেকশন লেটার) ডেট না থাকায় যাত্রা আটকে দেওয়া হয়েছে।
ভিডিওর এক পর্যায়ে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানা রুলসের কথা শোনাল। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।’
ক্ষুব্ধ এ অভিনেত্রী আরও বলেন, ‘যে দেশে ধর্ষণের মতো ঘটনার কিছু হয় না, নানা রকম রুলস ব্রেক করা হয়, সে দেশে অনেকেই রুলসের এমন শতভাগ মানেন। আর অফিসের কর্মকর্তাদের সিগনেচার এতই মূল্যবান যে, মৃত্যুপথযাত্রীও সহজে পায় না।’ এরপর তিনি লাইভটি বন্ধ করে দেন।
হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি রাজের!হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি রাজের!
২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়। গত বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘শরতের জবা’। শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব-এ অভিনয়ের কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ শোনা যায়, এ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
আরআর/এসএন