ফেনীর পরশুরামে মুহুরী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৮ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
শনিবার (২৬ এপ্রিল) পরশুরাম পৌর এলাকার বাউরখুমা, মির্জানগরের দক্ষিণ কাউতলী ও বিলোনিয়ায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাপলা ট্রেডার্সের নামে বাউরখুমা, দক্ষিণ কাউতলী ও বিলোনিয়ায় অবৈধভাবে উত্তোলন করা বালুর স্তূপগুলো চিহ্নিত করে প্রায় ৩০টি স্তূপে পতাকা লাগানো হয়েছে। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত লোহার পাইপ ও ড্রাম জব্দ করা হয়েছে। নিয়মানুযায়ী আদালতের মাধ্যমে জব্দকৃত বালু নিলামে তোলা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে শাপলা ট্রেডার্সের ইজারার মেয়াদ শেষ হয়েছে। আগস্ট মাসে বন্যার পর ইজারা স্থগিত করেছে জেলা প্রশাসন। শাপলা টেড্রার্স কোনো ইজারা পায়নি। যারা অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করেছে জেলা প্রশাসন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির বিভিন্ন তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা সচেষ্ট থাকব।
অভিযানে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এফপি/টিএ