ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদি সরকার। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ক্রিকেটে।
ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।
সৌরভ বলেন, 'আমি শতভাগ একমত। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো কৌতুক নয় যে, প্রতিবছর এমন ঘটনা ঘটতে থাকবে। বোর্ড আইসিসিকে চিঠি দিলে ঠিক কাজ করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।'
এদিকে ভারতের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অভিযোগ করেছেন, ‘ভারত তাদের সব সংকটের জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী ও অভিযুক্ত করে। এটা দুর্ভাগ্যজনক ও অযৌক্তিক। শোকের এই সময়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। সংলাপই হতে পারে একমাত্র সমাধান। যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না।’
এছাড়া পাকিস্তান নারী দলের ওপেনার গুল ফিরোজা বলেছেন, 'আমরা কখনোই ভারতে খেলতে যাব না। বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে হবে। আমরা এশিয়ার অন্য যেকোনো দেশে খেলার জন্য প্রস্তুত।'
প্রসঙ্গত, ২০১৩ সালের পর ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে আর মুখোমুখি হয়নি। শুধু আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দল। বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যতেও বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে আইসিসিকে চিঠি দেবে তারা।
এসএস/এসএন