আসছে ওমকার ব্যান্ডের দ্বিতীয় গান ‘বৃশ্চিক’

প্রথম অ্যালবাম ‘অমৃতের সন্তান’ প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। সেই ঘোষণা অনুযায়ী গানের প্রকাশনাও শুরু করে দিয়েছেন ওমকার ব্যান্ডের সদস্যরা, যার সুবাদে এবার আসছে ওমকারের দ্বিতীয় গান ‘বৃশ্চিক’। এর কথা লেখার পাশাপাশি সুর করছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল।

এই শিল্পীর সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের লিড গিটারিস্ট মারুফ আহমেদ সামি, বেইজ গিটারিস্ট জাকির হাসান রানা, পিয়ানো ও কি-বোর্ডিস্ট সামিত মাঞ্জুর ও ড্রামার রুবেল হাসান। আগামী সপ্তাহে ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হবে বলে ওমকার সদস্যরা জানান।

এদিকে গত মার্চে প্রকাশিত অ্যালবামের প্রথম গান ‘ধুলোর অস্পষ্ট হাত’ অনেক সংগীতবোদ্ধার প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে নতুন আয়োজনের প্রত্যাশাও তৈরি করেছে শ্রোতাদের মাঝে। সেই সব সংগীত অনুরাগীর কথা ভেবেই প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন ওমকার সদস্যরা। তারা জানান, একটি থিম নিয়ে ‘অমৃতের সন্তান’ অ্যালবামের আয়োজন। যেখানে থাকছে ভিন্ন ধাঁচের ১০টি গান। এরই মধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন গানগুলো প্রকাশের পালা।

‘বৃশ্চিক’-এর পর বাকি গানগুলো প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। সব শেষে অ্যালবামের একটি স্মারক প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের।

আরআর/এসএন

Share this news on: