প্রথম কোনো বাংলাদেশি হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার জন্য তিনি পিএসএলের প্রথম পাঁচটি ম্যাচ মিস করেছেন। তার ওপর টিম হোটেলে পৌঁছানোর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হয়েছে। সব মিলিয়ে একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে খানিক অনিশ্চয়তা।
গতকাল (শনিবার) সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে পাকিস্তানে পৌঁছান নাহিদ রানা। টিম হোটেলে পৌঁছানোর পর পেশোয়ার জালমি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে তাকে স্বাগত জানিয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, "নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।"
নাহিদ রানা যোগ দিলেও আজই ম্যাচ রয়েছে পেশোয়ারের। অনুশীলন ছাড়াই তাকে খেলানো হবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে, ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ ও ইংলিশ পেসার লুক উডের সঙ্গে তাকে লড়াই করতে হবে একাদশে জায়গা পাওয়ার জন্য। জোসেফ এখন পর্যন্ত ৫ ম্যাচে ৭ উইকেট নিলেও ইকোনমি রেট বেশি (৯.১০)। অন্যদিকে, উড ৩ ম্যাচে ৬.৮১ ইকোনমিতে শিকার করেছেন ৫ উইকেট।
পেশোয়ার এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে পালাবদল করে পাঁচ বিদেশি খেলিয়েছে। মিচেল ওয়েন ও জোসেফ নিয়মিত মুখ হলেও স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ব্যাটার ম্যাক্স ব্রায়ান্ট সুবিধা করতে পারেননি। ফলে নাহিদ রানার সুযোগ তৈরি হতে পারে, তবে তাকে কঠিন প্রতিযোগিতা পার হতে হবে।
ঢাকা ছাড়ার আগে আত্মবিশ্বাসী নাহিদ রানা বলেছেন, "নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।"
উল্লেখ্য, চলতি পিএসএলের ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নেয় পেশোয়ার জালমি। যদিও টেস্ট খেলার শর্তে তাকে পরে এনওসি দেয় বিসিবি। এই মুহূর্তে পেশোয়ার ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।
এসএস/এসএন