মিয়ানমারে ২১ বছর বয়সী এক টিকটক জ্যোতিষীকে গুজব ছড়ানো এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন।এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ওই কন্টেন্ট ক্রিয়েটরের নাম জন মোই থি। ৯ এপ্রিল তিনি তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বলেন, ২১ এপ্রিল মিয়ানমারে বড় মাপের ভূমিকম্প হবে। তিনি সতর্ক করে বলেন, ওই ভূমিকম্প মিয়ানমারের প্রত্যেকটা শহরে আঘাত হানবে।
মিয়ানমারে বিধ্বংসী ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার দুই সপ্তাহ পর এবং প্রায় ৩৫শ’ মানুষ প্রাণ হারানোর পর, জ্যোতিষী জন মোই থি আরেকটি ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেন।
থি’র ভিডিওতে প্রায় ৩০ লাখের বেশি ভিউ হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি আরও সতর্কবার্তা দেন। বলেন, সবার উচিত দিনের বেলা উঁচু ভবনে না থাকা।
ইতোমধ্যে, ভূমিকম্পের ভয়াবহতায় মিয়ানমারের অধিবাসীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ান ওই কন্টেন্ট ক্রিয়েটর।
আরআর/এসএন