ইরানে ঐতিহাসিক সফরে জাপানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরান পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বুধবার রাজধানী তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। খবর পার্স টুডের।

ইরানের ঐতিহাসিক সা'দাবাদ প্রাসাদে জাপানি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এরপরই শিনজো আবের সঙ্গে বৈঠকে বসবেন রুহানি।

বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করবেন জাপানি প্রধানমন্ত্রী। সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠককে শিনজো আবের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবের পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফরে এলেন।

ইরান সরকারের মুখপাত্র আলি রাবিয়ি বলেছেন, দুই দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। বৈঠকে দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া যেসব বিষয়ে উভয় দেশের অভিন্ন স্বার্থ ও আগ্রহ রয়েছে সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

 

টাইমস/এসআই

Share this news on: