প্রেম করার জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না পপ তারকা মিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা তিনি নিজেই জানিয়েছেন। এ সময় ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেন এই তারকা।
এ সময় মিলা বলেন, ‘আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কি প্রেম হয়েছে, আপনার বিয়ে কখন হবে।
এরপর এই পপ তারকা আরো বলেন, ‘সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না।’
কেমন পাত্র চান, এমন প্রশ্নে মিলা বলেন, এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে।এ রকম কেউ থাকলে আপনারা আমাকে বায়োডাটা পাঠান। আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক শেষে বলব, পশুপাখির জন্য মায়া থাকতে হবে।
বিয়ে প্রসঙ্গে তার ভাষ্য, ‘যদি টাকা থাকে তাহলে আমার সব আছে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ, তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।’
এমআর/টিএ