ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক অসুস্থ হয়ে পড়েছিলেন। ডায়রিয়া ও বমির কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বিস্ময়কর ব্যাপার হলো, হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছুটা সুস্থ হলে ‘বন্ড সই’ দিয়ে ছুটি নিয়ে ফের শুটিংয়ে ফেরেন। শুটিং শেষে আবারও হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, ‘হঠাৎ অতিরিক্ত গরম পড়ে গিয়েছে। তার মধ্যেই শুটিং করেছি। সে কারণেই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আবার জল-খাবার থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে।
বিপাকক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল। শরীর পানিশূন্য হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।’
নতুন একটি সিনেমায় অভিনয় করছেন কাঞ্চন।
এ সিনেমার শুটিং চলকালীন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা সুস্থ অনুভব করলে, জোর করেই আবার শুটিংয়ে যোগ দেন।
এ তথ্য জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘এ জন্য হাসপাতালে বন্ড সই করতে হয়েছিল। বানতলাতে তখন জোরকদমে শুটিং চলছে। আমি গিয়েছি।
শুটিং করেছি। আবার হাসপাতালে ফিরে, স্যালাইন নিয়েছি।’
এফপি/টিএ