অভিনেত্রীকে শুধু অন্তর্বাস পরে তার সামনে বসতে বলেছিলেন সাজিদ খান

২০১৮ সালে বলি-পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মি টু আন্দোলনের অংশ হিসেবে যারা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনী চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায়। এবার সেই তালিকায় যোগ হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের সঙ্গে তার সেই অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নবীনা।

অভিনেত্রীর দাবি, সাজিদ খান তাকে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে ডাকেন, কিন্তু পরিচালকের অফিসে গেলে তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেটা ছিল একেবারে ‘অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য’!

নবীনার কথায়, “এমন এক ভয়ংকর মানুষ আছেন, যার নাম সাজিদ খান, যাকে আমি কখনওই আমার জীবনে আর সাক্ষাৎ করতে চাই না। একবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন একটি প্রজেক্টের ব্যাপারে কথা আছে। খুবই উত্তেজিত হয়েছিলাম সেই ডাক পেয়ে। কিন্তু যখন তার অফিসে গিয়ে পৌঁছালাম, তিনি আমাকে আচমকা, সরাসরি বললেন, ‘জামাকাপড় খুলে স্রেফ অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই কীভাবে তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।’ এটা কিন্তু ২০০৪ ,২০০৬ সালের কথা ।”

অভিনেত্রীর ভাষায়, শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।

জবাবে আমি বলেছিলাম, ‘যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে’।

‘এসব বলে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত ৫০ বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না....ইত্যাদি ইত্যাদি।

উল্লেখ্য, ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ ছিলেন নবীনা।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ