'ডন' ফিরছে নতুন রূপে: রণবীর-কৃতি যুগল

আবারও ফিরছে 'ডন', তবে এবার একেবারে নতুনভাবে। নতুন ডনে আছেন রণবীর সিং ও কৃতি স্যানন। একদিকে রণবীরের উন্মাদনার ছাপ, অন্যদিকে কৃতির পরিণত, পরিশীলিত অভিনয়—এই বিপরীত মেরুর সংমিশ্রণে কি তৈরি হতে পারে আগুনের সেই রসায়ন, যা একসময় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতিতে পর্দা কাঁপিয়েছিল?

দীর্ঘ এক দশক পর পরিচালক হিসেবে ফিরছেন ফারহান আখতার। তাঁর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘ডন ৩’। ছবির মূল দুই চরিত্রে থাকছেন রণবীর ও কৃতি। একদিকে রণবীরের বেপরোয়া স্টাইল, অন্যদিকে কৃতির সংযত অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি—এই দুই বিপরীতধর্মী তারকাকে নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রণবীর সিং আগে থেকেই পরিচিত তাঁর অস্থির ও তীব্র পারফরম্যান্সের জন্য। তবে অনেকেই মনে করছেন, ‘ডন’-এর মতো কুল এবং হিসেবি চরিত্রে রণবীর হয়তো বেশি চটকদার হয়ে উঠবেন।
অন্যদিকে কৃতি স্যাননের ওপর এখন বড় দায়িত্ব। কিয়ারা আদবানি মাতৃত্বজনিত কারণে সরে দাঁড়ানোর পর রোমা চরিত্রে কৃতিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। প্রশ্ন উঠেছে—তিনি কি পারবেন প্রিয়াঙ্কার মতো জটিল, বিপজ্জনক এবং কৌশলী রোমার ছায়া তৈরি করতে?

তবে নির্মাতা ফারহান আখতার চাচ্ছেন নতুন কিছু। আগের ‘ডন’-এর মতো গ্ল্যামার নয়, বরং এবার গল্পনির্ভর, চরিত্রনির্ভর এক ‘ক্রাইম-ওপেরা’ তৈরি করতে চান তিনি। জানা গেছে, রণবীর ও কৃতি আগে কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। এই নতুন জুটির অনিশ্চয়তাই হয়তো হয়ে উঠতে পারে সিনেমার টানটান উত্তেজনার উৎস। রণবীর সিং যখন নিয়ন্ত্রণে থাকেন, তখন ‘লুটেরা’, ‘পদ্মাবত’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন।

কৃতি স্যাননও ‘মিমি’, ‘ভেড়িয়া’, ‘ক্রু’-তে দেখিয়েছেন নিজের অভিনয় দক্ষতা।

তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—এই দুই নতুন মুখ কি পারবেন শাহরুখ-প্রিয়াঙ্কার সেই ঐতিহাসিক কেমিস্ট্রিকে ছাপিয়ে যেতে? ‘ডন ৩’ শুধু আরেকটি অ্যাকশন ছবি নয়, বরং এটা এক ধরনের দায়িত্ব—যেখানে পুরনো জনপ্রিয়তা আর নতুন প্রজন্মের প্রত্যাশার ভার একসাথে টানতে হবে রণবীর-কৃতিকে।

সব মিলিয়ে, বলিউডের আলোচিত এই প্রকল্প ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার পালা—ফারহান আখতারের হাত ধরে ‘ডন’ কি আবারও হয়ে উঠবে কিংবদন্তি?

আরএ


Share this news on: