ইংল্যান্ড সফরের আগে বুমরাহকে বিশ্রামের পরামর্শ শাস্ত্রীর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা পাঁচটি টেস্ট খেলার পর যশপ্রীত বুমরাহ গুরুতর চোটে পড়েছিলেন, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও সম্ভব হয়নি। এমন ভুল আর বুমরাহকে নিয়ে করতে চায় না ভারত। প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ভারতের জন্য একই পরামর্শ দিয়েছেন।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলার কথা ভারতের। সেখানে বুমরাহকে দিয়ে টানা পাঁচটি টেস্ট না খেলানোর পরামর্শ দিলেন শাস্ত্রী। তিনি বলেন, “আমি হলে দুটো টেস্ট খেলিয়ে বিশ্রাম দিতাম বুমরাহকে। ওকে চারটে টেস্ট খেলানো উচিত। কী ভাবে বুমরাহ সিরিজ় শুরু করছে তার উপর নির্ভর করবে পাঁচটা টেস্ট খেলানো হবে কি না। বুমরাহকে সুযোগ দেওয়া উচিত এটা বলার যে, আমার চোট আছে একটা ম্যাচ বিশ্রাম পেলে ভাল হয়।”

শাস্ত্রীর মতে ভারতের তিন পেসার পুরোপুরি সুস্থ থাকলে ইংল্যান্ডের সমস্যা হবে। তিনি বলেন, “(মহম্মদ) সিরাজ, (মহম্মদ) শামি এবং বুমরাহ যদি সুস্থ থাকে, ওরা ইংল্যান্ডের জন্য সমস্যা তৈরি করবে। এই তিন জন সুস্থ থাকলে দুর্দান্ত পেস আক্রমণ তৈরি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেয়ে সিরাজের খারাপ লেগেছিল। এটা আমার ভাল লাগে। সিরাজ নিজেকে আবার তৈরি করেছে। আইপিএলে ও আবার ফিরে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে এটা খুব ভাল দিক।”

ইংল্যান্ডে গিয়ে ভারত পাঁচটি টেস্ট খেলবে। ২০ জুন থেকে শুরু হবে সিরিজ়। শেষ টেস্ট শুরু ৩১ জুলাই। ম্যাচগুলি যথাক্রমে হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার এবং ওভালে খেলা হবে।

আরএ

Share this news on: