সৃজিতের ছবিতে কাজ করতে আগ্রহী মৌনী রায়

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অভিনয় করবেন মৌনী রায়। এবার নিজেই সেই গুঞ্জনকে সত্যি করে দিলেন তিনি। কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মৌনী জানালেন, সৃজিতের পরিচালনায় কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।

এছাড়াও, ছবিতে মৌনী রায়ের পাশাপাশি আরও একজন বঙ্গতনয়া, সুস্মিতা সেনের উপস্থিতি নিশ্চিত। সৃজিতের সঙ্গে সুস্মিতার কাজ করার অভিজ্ঞতা আগেই ছিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘নির্বাক’ ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি, এবং ছবিতে তাঁর পারফরম্যান্স ছিল ব্যাপক প্রশংসিত।

মৌনী এই প্রথমবারের মতো বাংলা ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন। বাংলায় কাজ করার প্রসঙ্গে প্রশ্ন উঠলে মৌনী বলেন, “আমি বরাবরই চাই সৃজিতদার ছবিতে অভিনয় করতে। যদি সুযোগ পাই, খুব খুশি হব।”

তবে শুধু সৃজিতই নয়, রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের সম্ভাবনা রয়েছে। মৌনী মনে করিয়ে দেন, 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শোতে শুভশ্রী গঙ্গোপাধায়ের সঙ্গে কাজ করতে গিয়ে রাজ-শুভশ্রীর সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সেই প্রসঙ্গে বলেন, “শুভ আমার খুব ভালো বন্ধু। সেই সূত্রে রাজদাও আমার বন্ধুর বর। ওঁর সঙ্গেও যে কোনো সময় কাজ করতে পারব।”

সব মিলিয়ে মৌনীর মন্তব্যে বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয়ের সম্ভাবনা আরও জোরালো হলো বলেই মনে করছেন সিনে মহলের অনেকে।

আরএ

Share this news on: