নিউইয়র্কে পালিয়েছিলেন শাহরুখ-কাজল, সবাই জানতেন স্বামী-স্ত্রী

বলিউডের জুটি শাহরুখ খান ও কাজলের সম্পর্ক নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। দুই তারকার রসায়ন দেখে লোকে ভাবতেন তারা বিয়ে করেছেন। তবে দুজনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিকবার জনসমক্ষেই স্বীকার করেছেন দুজনই।

সেই ‘বাজিগর’ সিনেমায় জুটি বেঁধে দুজনের আলাপ, তা বন্ধুত্বে রূপ নেয়। শাহরুখ-কাজলের বন্ধুত্বের বয়স দুই দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তারা।
সেই সময় অনেকেই মনে করতেন তারা স্বামী-স্ত্রী। এমনকি অভিনেতা বরুণ ধাওয়ানও ছোটবেলায় মনে করতেন, কাজলই শাহরুখের স্ত্রী।

শাহরুখ-কাজলের আধিপত্য একটা সময় কমে যায়। অনেক দিন একসঙ্গে কাজ করা হয়নি তাদের। দীর্ঘ সময় পর ২০১০ সালে আবার জুটি বাঁধেন জনপ্রিয় দুই তারকা। ছবির নাম ‘মাই নেম ইজ খান’।

করণ জোহর পরিচালিত সেই ছবির শুটিংয়ে একটা লম্বা সময় শাহরুখ আর কাজল যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানেই একবার ঘটেছিল এক কাণ্ড, যেখান থেকে এ আলোচনার সূত্রপাত।

ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিও সূত্রে জানা গেছে, একটি ক্যাবে করে কোথাও যাচ্ছিলেন শাহরুখ আর কাজল। তারকা যুগলকে দেখামাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তারা বাস্তবে বিবাহিত।

ক্যাবের চালক নাকি জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।

এই কথা শুনে রসিক শাহরুখ বলেছিলেন, আমরা বিবাহিত নই; কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।

শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। শাহরুখের এ ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল। হেসে ফেলতেই সব সত্যি সামনে চলে আসে।

আরএ

Share this news on: