মাধুরী-তৃপ্তির জুটি আবার পর্দায়, সুরেশ ত্রিবেণীর নতুন ছবি ‘মা বোন’-এ চমকপ্রদ কাস্টিং
মোজো ডেস্ক 09:21AM, Apr 28, 2025
বলিউডের ‘চিরসবুজ ডিভা’ মাধুরী দীক্ষিত এবং সমসাময়িক সেনসেশন তৃপ্তি দিমরি আবার একসঙ্গে হাজির হচ্ছেন পরিচালক সুরেশ ত্রিবেণীর পরবর্তী ছবি ‘মা বোন’-এ। ‘তুমহারি সুলু’-খ্যাত এই নির্মাতার নতুন প্রজেক্টটিতে মা-মেয়ের জটিল সম্পর্ককে তুলে ধরা হবে সংবেদনশীল এবং হাস্যরসাত্মক গল্প বলার ভঙ্গিতে।
ছবির শ্যুটিং শুরু হবে মে মাসে, মুম্বাইয়ে। মুক্তি পাবে সরাসরি নেটফ্লিক্সে। মাধুরী-তৃপ্তি ছাড়াও ছবিতে থাকছেন রবি কিষণ এবং প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন ডিজিটাল ক্রিয়েটর ধর্ণা দুর্গা।
তৃপ্তি দিমরি এর আগে জানিয়েছেন, ছোটবেলা থেকেই মাধুরীর ভক্ত তিনি। এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে তার জন্য। তবে ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখনও গোপন রাখা হয়েছে, যা ঘিরে বাড়ছে কৌতূহল।