গুরু নানকের বেশে ছবি ভাইরাল, মুখ খুললেন আমির খান!

বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি গুরু নানকের বেশে একটি ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে ছবিটি দেখে প্রশ্ন তুলেছেন, তাহলে কি আমির শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ভূমিকায় অভিনয় করবেন? কিছু নেটিজেন এই ছবি দেখে কটাক্ষও করেছেন।​

তবে, আমির খানের টিম এই ছবি সম্পর্কে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, এটি একটি ভুয়া ছবি। বিবৃতিতে বলা হয়েছে, “গুরু নানকের বেশে আমির খানের যে পোস্টার ভাইরাল হয়েছে, তা সর্বৈব ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না আমির খান। তাছাড়া উনি নিজেও শিখ গুরু নানককে ভীষণ শ্রদ্ধা করেন, তাই গুরু নানকের অসম্মান হয়, এমন কোনও কাজ তিনি করবেন না। দয়া করে এসব ফাঁদে পা দেবেন না।”​

এই ছবির নিন্দা করেছেন পাঞ্জাবের প্রবীণ বিজেপি নেতা প্রীতপাল সিং বালিয়াওয়াল। তিনি এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন, “গুরু নানকজির বেশে আমির খানের ভুয়ো পোস্টার এবং টিজারের তীব্র নিন্দা জানাই। এটা ইচ্ছাকৃতভাবে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত। এহেন ঘৃণ্য আক্রমণ এবং শিখ সম্প্রদায়কে উসকে দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করছি।”​

উল্লেখ্য, এই ছবি ২০১২ সালের অক্টোবর মাসে হজ করতে গিয়ে আমির খান, শহীদ আফ্রিদি এবং মাওলানা তারিক জামিলের একটি পুরনো ছবির অংশ হিসেবে ভাইরাল হয়েছে। তবে, ছবির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।​

আমির খানের টিমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “আমির খান কখনও শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ভূমিকায় অভিনয়ের জন্য কোনও প্রজেক্টে কাজ করেননি। এই ছবি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।”​

এই ধরনের ভুয়া ছবি ও তথ্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত না করতে অনুরোধ জানিয়েছেন আমির খানের টিম।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের Apr 29, 2025
img
করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: মির্জা ফখরুল Apr 29, 2025
img
বাংলাদেশে আসতে আগ্রহী চীনা টেক জায়ান্ট টেনসেন্ট Apr 29, 2025
img
যুবককে তুলে নিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীর প্রাণ গেল Apr 29, 2025
img
‘ট্রাম্পের গভীর সমুদ্র খনন নির্দেশনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ Apr 29, 2025
img
সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ Apr 29, 2025
img
এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : উমামা ফাতেমা Apr 29, 2025
img
লক্ষ্মীপুরে ৩ ইটভাটা বন্ধ, মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা Apr 29, 2025
img
কুমিল্লায় মাদকসেবনে বাধা দেওয়ায় তরুণের আত্মহত্যার চেষ্টা Apr 29, 2025
img
১৫ দিনের নবজাতককে রেখে বজ্রপাতে মারা গেলেন মা Apr 29, 2025