বাবরকে আউট করে আমিরের তীব্র উল্লাস

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উত্তেজনাপূর্ণ ম্যাচে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে আউটের পর উদযাপন করে আলোচনায় এসেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তৃতীয় ওভারে এক ইন-সুইং ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন তিনি।

চলতি টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাবরকে আউট করলেন আমির। আগের দেখায়ও বাবরকে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

বাবরকে ফেরানোর পর উদযাপনেও ছিল বিশেষত্ব। উইকেট নেওয়ার পর আমির গ্ল্যাডিয়েটরসের ডাগআউটের দিকে দৌড়ে গিয়ে বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন। ভারতের জনপ্রিয় মুভি ‘পুষ্পার’ নায়ক আল্লু অর্জুনের মতো উদযাপন করেছেন তিনি। চোয়ালের নিচে হাত বুলিয়ে।

পরে যা দ্রুত নজর কাড়ে ভক্তদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমির বলেন, ‘এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো উপভোগ্য করে তোলে। মাঠে হোক বা সোশ্যাল মিডিয়ায়—এটা দর্শকদের জন্য আনন্দদায়ক। একজন বোলার হিসেবে আমার কাজ হলো ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ করা, আগ্রাসন দেখানো এবং আউট করা।

বাবরের প্রশংসা করে আমির আরো বলেন, ‘বাবর একজন দুর্দান্ত ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নেই। আমি নতুন বলে দুই দিকে সুইং করার চেষ্টা করি। ও যখন আউট-সুইংয়ের জন্য প্রস্তুত ছিল, তখন ইন-সুইং দিলাম—এবং এটা কাজে দিয়েছে।’

আরএম/টিএ 

Share this news on: