অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সোনারগাঁওয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রোববার (২৭ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোনারগাঁও এলাকায় অবৈধ চুন কারখানা এবং জৈনপুর, পিরোজপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৫০০ আবাসিক বার্নারের অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কোম্পানির বৈধ বাণিজ্যিক গ্রাহক মেসার্স অস্ট্রিজ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুমোদনের অতিরিক্ত গ্যাস স্থাপনায় ব্যবহার পরিলক্ষিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে সংযোগটি তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বার্নার ১৪টি, বিভিন্ন ব্যাসের এমএস পাইপ ৭০ ফুট (আনুমানিক) ও হোজ পাইপ ৪৫০ ফুট (আনুমানিক) অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
একই দিনে নারায়ণগঞ্জের কুতুবপুরের আওতাধীন এলাকায় সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে বিভিন্ন কারণে ৯টি সংযোগ (যার বার্নার সংখ্যা ৪১টি) বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় তাৎক্ষণিকভাবে ২ লাখ ১১ হাজার ৬৮০ টাকা বকেয়া গ্যাস বিল আদায় করা হয়েছে।
আরএম/টিএ