শাহরুখ-আমিরদের কাছ থেকে সরকারের সমালোচনা শুনতে আগ্রহী পরেশ

বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। একসময় তিনি ছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ। তবে গেরুয়া শিবিরের মতো গোঁড়া মানসিকতার নন। বরং মন খুলে মোদি সরকারের সমালোচনা শুনতে আগ্রহী তিনি।

দলীয় নীতি, অনুশাসনের চেয়েও তার কাছে সহকর্মীরা অধিক প্রিয়। অভিনেতা মনে করেন, শাহরুখ খান, আমির খান কিংবা নাসিরুদ্দিন শাহরা সরকারের সমালোচনা করলে তা মন দিয়ে শোনা দরকার।

সিনেমায় কমেডি চরিত্রই হোক বা গুরুগম্ভীর ব্যক্তিত্ব হিসেবে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছেন অনেক আগেই। রিল জগৎ থেকে বেরিয়ে ‘রিয়েলে’ও জনপ্রিয়তা প্রমাণ করেছেন পরেশ রাওয়াল।

সাংসদ হয়ে অনেক বিতর্কেও জড়িয়েছেন। তবে ভালোবাসাও কুড়িয়েছেন। এবার যেমন সহিষ্ণুতার পাঠই দিলেন এই অভিনেতা।

সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘যদি নাসির ভাই (নাসিরুদ্দিন শাহ), আমির কিংবা শাহরুখ কিছু বলতে চান, আমি তাদের না বলতে পারি না। তাদের কথা মন দিয়ে শুনব। কারণ, আমি জানি তাদের কোনও গোপন এজেন্ডা নেই। কাউকে অযথা ফালাফালা করে দেওয়ার মতো অস্ত্রও নেই। তারা যা বলবেন, তা আমার ভালোর জন্যই বলবেন।’

পরেশ বলেন, ‘আমাদের সকলের সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাই আমি শুনব, ভাবব এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। আমি তাদের শ্রদ্ধা করি, তারাও আমাকে ভালোবাসে।’

অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভূয়সী প্রশংসা করে পরেশ রাওয়াল বলেন, ‘নাসির ভাই যখন কিছু বলেন, মন থেকেই বলেন। এসব মানুষ চারপাশে আছেন বলেই আমি নিজেকে খুব নিরাপদ মনে করি। নইলে নিজেকে ডিঙিয়ে অন্য কিছুতে চোখ রাখা মুশকিল।’

এর আগে একই ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন নাসিরপত্নী রত্না শাহ পাঠক। তার রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বলিউডে কাজের ক্ষেত্রে সহকর্মী হিসেবে পরেশ রাওয়ালের প্রশংসাই করেছিলেন তিনি।

রত্না বলেছিলেন, ‘আমরা এমন একটা সময় আছি, যখন ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দ পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। ইদানিং তবু কিছুটা এসব হচ্ছে। তবে আমি যতদিন থাকব, এটা হতে দেবই না। আমি নিজে যাকে পছন্দ করি, তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।’

বলিউডে বহুল জনপ্রিয় ছবি ‘জানে তু ইয়া জানে না’, ‘হম দো হামারে দো’তে একসঙ্গে কাজ করেছিলেন রত্না এবং পরেশ। তার পরিপ্রেক্ষিতেই এসব কথা বলেন নাসিরপত্নী। এবার পরোক্ষে রত্নার সেই উদার মানসিকতার জবাবে নাসিরউদ্দিন, শাহরুখ, আমিরদের নিয়ে সহিষ্ণুতার বার্তা দিলেন পরেশ রাওয়াল।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইলে গরু ডাকাতি, ৫ দিনের রিমান্ডে ৩ ডাকাত Apr 29, 2025
img
পাক ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে কারিনা Apr 29, 2025
img
ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ৫০ মালদ্বীপ প্রবাসী আটক Apr 29, 2025
img
হজ ফ্লাইট উদ্বোধন, ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট Apr 29, 2025
img
গুরু নানকের বেশে ছবি ভাইরাল, মুখ খুললেন আমির খান! Apr 29, 2025
img
‘ছোট প্যাকেট বড় ধামাকা’, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করলেন ১৪ বছরের বৈভব Apr 29, 2025
img
শহীদ আফ্রিদির বিরুদ্ধে দানিশ কানেরিয়ার নতুন অভিযোগ: পহেলগাম হামলার পর তীব্র বাকযুদ্ধ Apr 29, 2025
img
চাঁদপুরে নদীতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Apr 29, 2025
img
আবু সাঈদ হত্যাকাণ্ড, অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল Apr 29, 2025
আদালতে কিলঘুষি, দৌড় দিলেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক Apr 29, 2025