শাবনূর কি আর অভিনয় করবেন না?

চিত্রনায়িকা শাবনূর ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কোনো সিনেমার কাজ। দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বছরখানেক আগে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। শেষ করেছিলেন প্রথম ধাপের শুটিং। এরপর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, ‘রঙ্গনা’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।তবে এ ‘গুজবে’ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছিলেন শাবনূর।
 
নির্মাতাও জানিয়েছিলেন, শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। ব্যস ওই পর্যন্তই। এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাইন।

চলতি মাসের শুরুতে এক দিনের জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই হুট করে এসেছিলেন। তবে সিনেমা নিয়ে কোনো আপডেট জানাননি। ফলে শাবনূরের এই আসা এবং চলে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে তার অভিনয় নিয়ে। এদিকে ‘রঙ্গনা’ নিয়ে নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে প্রতিবারই আশার কথা শোনান তিনি।

তবে, ঠিক কবে নাগাদ শেষ হবে শুটিং, সেই উত্তর নেই তার কাছে। সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত কি না, প্রশ্ন উঠলেই নির্মাতা জবাব দেন, কোনো একটি চক্র ইচ্ছা করেই গুজব ছড়াচ্ছে।
 
এদিকে ‘মাতাল হাওয়া’ নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। ঘোষণা করার সময় তিনি জানিয়েছিলেন, কোনো তাড়াহুড়া নেই তার। সময় লাগলেও একটি ভালো কাজ উপহার দিতে চান। দেড় বছর পরেও সেখানেই আটকে আছেন তিনি। নতুন করে জানালেন, শাবনূরকে তার মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না।

‘মাতাল হাওয়া’ নিয়ে চয়নিকা চৌধুরী ২৫ এপ্রিল ফেসবুকে যা লিখেছেন, তাতেও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। বরং এক ধরনের অনিশ্চয়তা ধরা পড়ল সিনেমাটি নিয়ে। চয়নিকা লিখেছেন, ‘অনেকে আমাকে মাতাল হাওয়া নিয়ে প্রশ্ন করেন। মাতাল হাওয়া তার মতোই আসবে, যখন সময় হবে।’

এই সংশয়ের মধ্যেই ভক্তদের প্রশ্ন—তবে কি শাবনূর আর অভিনয় করবেন না? 

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারত হামলা করবেই, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করছে পাকিস্তান! Apr 29, 2025
img
পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক : এরদোয়ান Apr 29, 2025
img
যেকোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাবে ভারত! Apr 29, 2025
img
সন্তানদের নিয়ে রক্ষণশীল পেনেলোপে, ফোন ব্যবহার করতে দেন না Apr 29, 2025
img
তবে কি প্রিয়াঙ্কা সরকার এক মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত? Apr 29, 2025
img
শাহরুখ-আমিরদের কাছ থেকে সরকারের সমালোচনা শুনতে আগ্রহী পরেশ Apr 29, 2025
img
এবার শাটডাউন ঘোষণা করল দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট Apr 29, 2025
img
১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের রেলমন্ত্রী Apr 28, 2025
img
ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Apr 28, 2025
img
রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের Apr 28, 2025