স্বামীকে ‘পতিপরমেশ্বর’ আখ্যা দিয়ে প্রীতির ভালোবাসার প্রকাশ

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখনো দর্শকদের চোখে সেরা অভিনেত্রী। তাকে নিয়ে এখনো আলোচনা হয়। কিন্তু প্রীতি এখন সবার চোখের সামনে আসেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে। কেননা তিনি নিজেই একটি দল কিনেছেন।

২০০৮ সালে আইপিএলের পথচলা শুরু। তখন থেকেই টুর্নামেন্টে খেলে যাচ্ছে প্রীতির পাঞ্জাব কিংস। কিন্তু এখন পর্যন্ত ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাঁর। ফ্র্যাঞ্চাইজিটি আগের ১৭ মৌসুমের মধ্যে ১৫টিতেই প্লে-অফ পর্বে উঠতে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ ১০ আসরে একবারও লিগ পর্বের বাধা টপকাতে পারেনি। তবু লেগে আছেন। এখনো চলছে আইপিএল। কিন্তু প্রীতি স্বামীকে নিয়ে ছুটির মুডে রয়েছেন।

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করেছেন। লেকের ধারের একটি বেঞ্চে বসে রয়েছেন স্বামী জেন। তার কোলে বসেছেন প্রীতি। আর ক্যাপশনে লিখেছেন, ‘মানডে মুড।’ সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন ‘পতিপরমেশ্বর'।

এই শব্দটাই স্বামীকে নিয়ে প্রীতিকার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ভক্তরা। নেটিজেনরা ছবির মন্তব্য বাক্সে দুজনের জন্য অজস্র শুভ কামনা জানিয়েছেন।

যদিও কিছুদিন আগে সামাজিক মাধ্যমে কটূ কথা শুনেছিলেন। সেসময় রাগও হয়েছিলেন তিনি। আর এর প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে জানিয়ে বলেছিলেন, ‘হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতীয় কিংবা গর্বিত হিন্দু বলে উপস্থাপন করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।

স্বামী সম্পর্কে স্পষ্ট ভাবে প্রীতি বলেন, এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি। কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না।

সত্যি সত্যি দুজনের ভালোবাসা নেটিজেনদের কাছে বেশ আলোচ্য বিষয়, অনেকেই দুজনের এই জুটি বেশ পছন্দও করেছেন।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
যেকোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাবে ভারত! Apr 29, 2025
img
সন্তানদের নিয়ে রক্ষণশীল পেনেলোপে, ফোন ব্যবহার করতে দেন না Apr 29, 2025
img
তবে কি প্রিয়াঙ্কা সরকার এক মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত? Apr 29, 2025
img
শাহরুখ-আমিরদের কাছ থেকে সরকারের সমালোচনা শুনতে আগ্রহী পরেশ Apr 29, 2025
img
এবার শাটডাউন ঘোষণা করল দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট Apr 29, 2025
img
১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের রেলমন্ত্রী Apr 28, 2025
img
ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Apr 28, 2025
img
রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের Apr 28, 2025
img
দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না: জামায়াত আমির Apr 28, 2025
img
অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা: শাহরিয়ার নাজিম জয় Apr 28, 2025