গরমে পানিশূন্যতার লক্ষণ চেনার সহজ উপায়

তীব্র গরমে শরীরের পানিশূন্যতা মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে যারা রোদে বের হন, বা গরমের মধ্যে কাজ করেন। এ ছাড়া যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, অজান্তেই তাদের শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।

অনেকেই ভাবেন, শুধু তৃষ্ণা লাগলেই বুঝি শরীর পানিশূন্য হয়।

তবে চিকিৎসকরা বলছেন, তৃষ্ণা লাগা মানেই আপনি ইতোমধ্যেই হালকা ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার শিকার হয়েছেন। তাই শুধু তৃষ্ণা নয়, পানিশূন্যতার আরো কিছু শারীরিক ও মানসিক লক্ষণ জেনে রাখা দরকার।

পানি পান কেন জরুরি

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আনলিমিটেড হেল্থ ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা ও চিকিৎসক তামিকা হেনরি বলেন, পানি শরীরের ভেতরে কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গকে সজীব রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহণ করে।

এ ছাড়া ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত শরীর পানি হারায়, যেটা প্রতিপূর্ণ না করলে দেখা দেয় পানিশূন্যতা।

ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার নানা লক্ষণ রয়েছে। সেগুলো হচ্ছে—

মুখে দুর্গন্ধ

অস্ট্রেলিয়াভিত্তিক ওয়ান টু ওয়ান কনসালটিংয়ের পরিচালক ও পুষ্টিবিদ ড. শ্যামলা বিষ্ণুমোহন একই প্রতিবেদনে বলেন, পানিশূন্যতা হলে লালার পরিমাণ কমে যায়, আর এতে মুখে দুর্গন্ধ হয়। কারণ, লালায় থাকে ব্যাক্টেরিয়ারোধী উপাদান, যা কমে গেলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।

অযথা খিদে লাগা

শরীরে পানি কমে গেলে হয়তো মনে হয় খিদে পেয়েছে, কিন্তু অনেক সময় সেটা আসলে পানির চাহিদা।

বিশেষ করে লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হলে সেটি ডিহাইড্রেইশনের লক্ষণ হতে পারে।

ডা. হেনরি বলেন, যখন নিজেকে ক্ষুধার্ত মনে করছেন অথচ মাত্র খেয়েছেন, তখন এক গ্লাস পানি পান করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর বুঝতে হবে এটি সত্যিকারের খিদে নাকি তৃষ্ণা।

মাথা ব্যথা

পানিশূন্যতা থেকে মাথা ব্যথা একটি সাধারণ, কিন্তু উপেক্ষিত কারণ। ডা. হেনরির মতে, মস্তিষ্কের চারপাশের মেনিনজিস (মস্তিষ্ক ও স্নায়ুমূলকে ঘিরে থাকা তিন স্তরের সুরক্ষামূলক আবরণ) নামক পর্দায় চাপ পড়লে ব্যথা হতে পারে।

পানির অভাবে এই তরল কমে গিয়ে ব্যথার অনুভব সৃষ্টি করে।

মনোযোগ ধরে রাখতে সমস্যা

ডা. হেনরি জানান, কাজে মনোযোগ দিতে না পারা হতে পারে পানি কম গ্রহণের ফল। হালকা পানিশূন্যতায় মোটর স্কিল ও ভিজ্যুয়াল ফোকাসে সমস্যা দেখা দিতে পারে। তিনি দিনে কয়েকবার পানি পান করার জন্য অ্যালার্ম সেট করার পরামর্শ দিয়েছেন।

মোটর স্কিল হচ্ছে শরীরের পেশির (বিশেষ করে হাত-পা) সমন্বিত ও নিয়ন্ত্রিত ব্যবহার করার ক্ষমতা। বাংলায় একে বলা যায় সঞ্চালন দক্ষতা বা গতি-দক্ষতা।

আর ভিজ্যুয়াল ফোকাস হলো- চোখের সাহায্যে নির্দিষ্ট কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখার ক্ষমতা। বাংলায় একে বলা যায় দৃষ্টির মনোযোগ বা চোখের একাগ্রতা।

কোষ্ঠকাঠিন্য

বাংলাদেশে গরমের সময় কোষ্ঠকাঠিন্য একটি পরিচিত সমস্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস’র তথ্য অনুযায়ী, পানির অভাবে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। নিয়মিত মলত্যাগ নিশ্চিত করতে পানি সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

মেজাজ খিটখিটে হওয়া

ঘুম বা ক্ষুধা না থাকলেও যদি হঠাৎ রেগে যান বা বিরক্ত হয়ে পড়েন, তাহলে সেটা পানিশূন্যতার ইঙ্গিত হতে পারে। পানিশূন্যতা স্নায়বিক প্রভাবে মেজাজ খারাপ করতে পারে বলে জানিয়েছেন ডা. হেনরি।

ত্বক শুষ্ক হওয়া

শরীরের পানি ঠিক আছে কি না, বোঝার একটি সহজ উপায় হলো ত্বকের ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) পরীক্ষা। ডা. বিষ্ণুমোহন বলেন, যদি হাতে বা পেটের ত্বক চিমটি দিয়ে ছেড়ে দেন এবং সেটি ধীরে ধীরে আগের জায়গায় ফেরে, তবে আপনি পানিশূন্যতায় ভুগছেন।

প্রতিদিন পর্যাপ্ত পানি পানের পরিমাণ

প্রতিদিন কতটা পানি পান করবেন—এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, পানি গ্রহণের নির্দিষ্ট মাত্রা সবার জন্য এক নয়। শরীরের ওজন, কার্যকলাপ, আবহাওয়া ও খাদ্যাভ্যাস— সবকিছুই এতে ভূমিকা রাখে। সাধারণভাবে ধারণা দেওয়া হয়, ওজনের অর্ধেক (পাউন্ডে) অনুপাত অনুযায়ী আউন্সে পানি পান করা উচিত (যেমন, ১৬০ পাউন্ড ওজন হলে ৮০ আউন্স বা প্রায় ২.৩৬ লিটার পানি)।

গরমে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

ঘরের বাইরে গেলে পানির বোতল সঙ্গে রাখতে হবে।

চা-কফি কমিয়ে পানি ও ফলের রস বাড়াতে হবে।

ডাবের পানি, তাজা ফলমূলে মনোযোগী হতে হবে।

গরমে সুস্থ থাকতে হলে পানি পান অভ্যাসে পরিণত করতে হবে। শরীর যে নানান উপায়ে পানি চাইছে তা বুঝে নিতে হবে সঠিক সময়ে। 

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম, সুযোগ এলে পিছপা হবো না: আসিফ Jul 05, 2025
img
গাজায় ইসরায়েলের হামলায় এক দিনে নিহত আরও ১৩৮ Jul 05, 2025
img
দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস Jul 05, 2025
img
আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ, হতে পারে বৃষ্টি Jul 05, 2025
img
মহিলা দল নেত্রীকে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত Jul 05, 2025
img
একদিন পরই আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ Jul 05, 2025
img
শুটিংয়ে দেরি করায় গোবিন্দকে চড় মারলেন অমরিশ পুরি! Jul 05, 2025
img
মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ ভাইয়ের Jul 05, 2025
img
৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের Jul 05, 2025
img
রাজধানীর ডেমরা থেকে ফেনীর ছাত্রলীগ নেতা রবিন গ্রেফতার Jul 05, 2025
img
ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভ, আওয়ামী লীগ নেতার গ্রেফতার দাবি Jul 05, 2025
রংপুরে জামায়াতের জনসভা মঞ্চে শহীদ আবু সাঈদের বাবা-ভাই Jul 05, 2025
একক মাতৃত্ব ও কো-প্যারেন্টিং নিয়ে যা বললেন মিথিলা Jul 05, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 05, 2025
৩ আগস্ট শহীদ মিনারে দলীয় ইশতেহার ঘোষণা এনসিপির Jul 05, 2025
img
জুলাইয়ের যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত: সামান্তা শারমিন Jul 05, 2025
img
‘দেশকে যদি রক্ষা করতে হয়, বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই’ Jul 05, 2025
img
বয়স বাড়লে হৃদ্‌যন্ত্রের যত্নে নিয়মিত খেতে হবে সবুজ শাকসবজি Jul 05, 2025
img
৮ ঘণ্টার ঘুম কি আদৌ জরুরি? জেনে নিন Jul 05, 2025
img
আল্লু অর্জুন ও অ্যাটলির অ্যাকশন ছবিতে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের ঝলক! Jul 05, 2025