দক্ষিণ চীন সাগরে চর দখল করলো বেইজিং

দক্ষিণ চীন সাগরে একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। এতে ফিলিপাইনের সাথে বেইজিংয়ের আঞ্চলিক বিরোধের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।

সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, চীনের সরকারি টেলিভিশন সিসিটিভি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে—চারজন চীনা কোস্টগার্ড সদস্য কালো পোশাক পরিহিত অবস্থায় স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কেতে চীনের জাতীয় পতাকা উড়াচ্ছেন।

সিসিটিভি জানিয়েছে, এপ্রিলের শুরুতেই চীন “সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর” এবং “সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ” করেছে এই অঞ্চলে।

চীন ও ফিলিপাইন—উভয় দেশই স্প্রাটলি দ্বীপপুঞ্জসহ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ ও পানিসীমার ওপর দাবি করে থাকে। এর প্রতিক্রিয়ায়, রোববার ফিলিপাইনও তিনটি বালুচরে নিজেদের পতাকা স্থাপন করেছে বলে জানায় এবং চীনের ছবির মতো করেই নিজেদের বাহিনীর ছবি প্রকাশ করে।

তবে ফিলিপাইনের বাহিনী যে তিনটি বালুচরে পৌঁছেছে, তার মধ্যে স্যান্ডি কে ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়।

ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ওয়েস্ট ফিলিপাইন সি এক বিবৃতিতে জানায়, তারা এক বালুচরের কাছাকাছি চীনের কোস্টগার্ডের একটি জাহাজ এবং সাতটি চীনা মিলিশিয়া নৌযান দেখেছে। এই অবস্থাকে তারা “চীনের অবৈধ উপস্থিতি” বলেও আখ্যা দেয়।

বিবৃতিতে বলা হয়, “এই অভিযান আমাদের দেশের সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার এবং কর্তৃত্ব রক্ষার প্রতিশ্রুতি ও দৃঢ়তার প্রমাণ।”

অবশ্য দুই দেশের মধ্যে এ নিয়ে উত্তেজনা বাড়ছে। এর আগে একাধিকবার জাহাজ সংঘর্ষ ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।

বিবিসি বলছে, স্যান্ডি কে দ্বীপটি ফিলিপাইনের থিটু দ্বীপের (স্থানীয়ভাবে পাগ-আসা নামে পরিচিত) কাছে অবস্থিত। থিটু দ্বীপে ফিলিপাইনের একটি সামরিক ফাঁড়ি আছে, যেখান থেকে তারা দক্ষিণ চীন সাগরে চীনা নৌচলাচল পর্যবেক্ষণ করে।

তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী চীনা দখলদারিত্বের লক্ষণ পাওয়া যায়নি এবং চীনা কোস্টগার্ড সদস্যরা স্থানটি ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।

বদিকে চীনের এই পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেন, “এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না Apr 29, 2025
img
ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ Apr 29, 2025
img
নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার Apr 29, 2025
img
টাঙ্গাইলে গরু ডাকাতি, ৫ দিনের রিমান্ডে ৩ ডাকাত Apr 29, 2025
img
পাক ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে কারিনা Apr 29, 2025
img
ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ৫০ মালদ্বীপ প্রবাসী আটক Apr 29, 2025
img
হজ ফ্লাইট উদ্বোধন, ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট Apr 29, 2025
img
গুরু নানকের বেশে ছবি ভাইরাল, মুখ খুললেন আমির খান! Apr 29, 2025
img
‘ছোট প্যাকেট বড় ধামাকা’, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করলেন ১৪ বছরের বৈভব Apr 29, 2025
img
শহীদ আফ্রিদির বিরুদ্ধে দানিশ কানেরিয়ার নতুন অভিযোগ: পহেলগাম হামলার পর তীব্র বাকযুদ্ধ Apr 29, 2025