এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘বহুরূপী’

আসছে এক রুদ্ধশ্বাস গল্প, যেখানে ছদ্মবেশ, বুদ্ধির লড়াই আর ন্যায়ের টানাপড়েন এক সঙ্গে মিশে গেছে। এবার ৯ মে জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের নতুন সিনেমা বহুরূপী মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ক্রাইম থ্রিলারের পটভূমি ১৯৯৮ থেকে ২০০৫ সালের পশ্চিমবঙ্গ— যেখানে একাধিক চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। সেই ঘটনাগুলির প্রেক্ষাপটে দাঁড়িয়েই নির্মিত হয়েছে এই সিনেমা, যেখানে ফুটে উঠেছে বিশ্বাসঘাতকতা, লড়াই, অপরাধ ও ন্যায়ের এক জটিল সম্পর্ক।

ছবিতে শিবপ্রসাদ মুখার্জিকে দেখা যাবে বিক্রম চরিত্রে— এক কমার্স গ্র্যাজুয়েট, যিনি ভুলভাবে দোষী সাব্যস্ত হয়ে পরিণত হন এক ভয়ঙ্কর মাস্টার থিফে। বিক্রমের উত্থান ঘটে এক প্রবীণ ব্যাংক ডাকাতের ছত্রছায়ায়।

অজয়গঞ্জ কো-অপারেটিভ ব্যাংকে সংঘটিত এক সাহসী ডাকাতির পর চাঞ্চল্য ছড়ায় প্রশাসনে। তাকে থামাতে নামে দৃঢ়চেতা পুলিশ অফিসার সুমন্ত ঘোষাল, যার ভূমিকায় অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়।

ছবিতে আরও অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং কৌশানি মুখার্জি। সিনেমার প্রেক্ষাপট ১৯৯০-এর দশকের বাংলা, যেখানে সমাজ, রাজনীতি এবং অপরাধের বাস্তবতা গভীরভাবে জড়িয়ে আছে গল্পের সাথে।

নির্মাতাদের ভাষায়, এটি এক ‘মাস্টার অফ ডিসগাইজ’-এর গল্প, যেখানে ছদ্মবেশই হয়ে ওঠে অস্ত্র।

এসএম

Share this news on: