জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যে আস্থা রেখেছিলেন, তা ছিল ভুল।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভেবেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, নির্লোভ, কোনো স্বার্থে জড়িত নয়—এমন একটি সরকার হবে, যারা দেশের মানুষের মঙ্গল চায়। কিন্তু বাস্তবে তা হয়নি।”
সাক্ষাৎকারে জি এম কাদের আরো বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছে নিজেদের স্বার্থে। আওয়ামী লীগও একই কাজ করেছে ২০১৪ সালে। এই দুটি দলই বারবার রাজনৈতিক ফায়দা লুটতেই সংবিধানের পরিবর্তন করেছে, জনগণের স্বার্থে নয়।”
তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারও এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না।
এসএস/টিএ