বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা ভানসালির বহুল প্রতীক্ষিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবার নজর দিচ্ছে ২০২৬ সালের ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে রাজকীয় মুক্তির দিকে— এমনটাই জানিয়েছে বলিউড হাঙ্গামা।
প্রথমে মার্চ ২০২৬-এ মুক্তির পরিকল্পনা থাকলেও, শুটিং নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে বলে ছবির মুক্তির তারিখ পিছিয়ে তিন মাস করা হয়েছে। একটি ট্রেড সূত্রের মতে, “শুটিং তিন মাস পিছিয়েছে, তাই মুক্তিও তিন মাস পিছিয়েছে।”
তবে এটি শুধু একটি দেরি নয়, বরং একদম কৌশলগত সিদ্ধান্ত। কারণ, ছবির আবেগঘন ও দেশপ্রেমমূলক আবহ ১৫ আগস্টের সঙ্গে দারুণভাবে মিল খাবে বলে মনে করা হচ্ছে।
এই ছবিতে অভিনয় করছেন বলিউডের প্রথম সারির তিন তারকা— রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। একে বলা হচ্ছে বলিউডের স্বপ্নের কাস্টিং।
চলচ্চিত্রটি সম্পর্কে এর আগে ভানসালি ‘ভ্যারাইটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “অনেক দিন পর প্রেমের গল্প বানাচ্ছি। এটা একটু আধুনিক ধরনের কাজ— হীরামণ্ডির নাচ আর গয়নার জগৎ থেকে একদম আলাদা।”
অর্থাৎ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ থাকছে এক নতুন ভাষা, ভিন্ন পরিবেশ এবং একেবারে নতুন ধরনের গল্প, তবে ভানসালির নিজস্ব নির্মাণশৈলী ঠিকই থাকবে।
তবে ১৫ আগস্ট শুধু এই একটি বড় ছবি নয়— একই দিনে মুক্তির তালিকায় রয়েছে আরও একটি বড় বাজেটের ছবি, কার্তিক আরিয়ানের ‘নাগজিলা’। ফলে বক্স অফিসে দেখা যেতে পারে একটি বড় সংঘর্ষ।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তি নিয়ে বলিউডে যেমন উত্তেজনা রয়েছে, তেমনি বাংলাদেশি দর্শকদের মধ্যেও ছবিটি ঘিরে আগ্রহের কমতি নেই।
আরএ/এসএন