ডিপিএলের অলিখিত ‘ফাইনালে’ মুখোমুখি আবাহনী-মোহামেডান

আবাহনীর অনুশীলন শেষ হতেই শুরু ঝুম বৃষ্টি। মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেনরা দৌড়ে গাড়িতে উঠলেন। মোহামেডানের অনুশীলন বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা ছিল। শেষে তা হয়নি। দেরিতে হলেও অনুশীলনে নামেন মোহমেডানের ক্রিকেটাররা। হঠাৎ একাডেমি ভবন থেকে বেরিয়ে এলেন তাওহিদ হৃদয়। এক সিনিয়র সাংবাদিক বললেন, ব্যাটিং অনুশীলনটা ঠিকমতো করেন হৃদয়।

হৃদয়ের উত্তর, ‘আমাকে কি আগামীকাল (আজ) খেলাবেন?’ তাকে খেলানোর জন্য মোহামেডান চেষ্টা করেছে। লাভ হয়নি। বিসিবির আম্পায়ার্স ও টেকনিক্যাল বিভাগ অনড় অবস্থানে। ভারপ্রাপ্ত অধিনায়ককে ছাড়াই আজ অলিখিত ‘ফাইনালে’ খেলবে মোহামেডান। তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। বাধা আবাহনী। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। সরাসরি দেখা যাবে বিটিভিতে।

ঢাকা লিগে আবাহনী-মোহামেডান ফাইনালে পরিণত হওয়া দ্বৈরথ হচ্ছে অনেকদিন পর। কাল গাড়িতে ওঠার সময় আবাহনীর মিঠুন জানালেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ব।’ প্রথম পর্বের শেষ রাউন্ডে মোহামেডানের কাছে হেরেছে আবাহনী। বাকি সব ম্যাচে জয়। মোহামেডানের (২৪) চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আবাহনী (২৬)। মোহামেডান আজ জিতলে দুদলের পয়েন্ট হবে সমান ২৬। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে মোহামেডান। আর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত কিংবা টাই হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

হৃদয়কে যে মোহামেডান মিস করবে, জানালেন পেসার ইবাদত হোসেন। তিনি বলেন, ‘হৃদয়ের থাকাটা খুবই দরকার ছিল। ম্যাচে মিস করব আমরা তাকে।’

নিজের দল নিয়ে নির্ভার আবাহনীর কোচ হান্নান সরকার। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লিগ শুরু করেছিলাম। সেটা এখন ফাইনাল। খেলোয়াড়রা রোমাঞ্চিত। কাল (আজ) বিকালে কখন ট্রফিটি উঁচিয়ে ধরবে সেই অপেক্ষায় সবাই।’

আরআর/এসএন 

Share this news on: