স্পেন-পর্তুগালজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, জানা গেল কারণ

সোমবার স্পেন ও পর্তুগালসহ তাদের রাজধানী শহরগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় সাবওয়ে নেটওয়ার্ক, ফোন লাইন, ট্রাফিক লাইট ও এটিএম মেশিন।

সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিয়াসাত ডটকম।

এ ধরনের ব্যাপক বিভ্রাট আইবেরীয় উপদ্বীপে বিরল। স্পেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকা জানিয়েছে, পুরো উপদ্বীপ এই বিভ্রাটে আক্রান্ত হয়েছে এবং তারা ঘটনাটি পর্যালোচনা করছে।
স্পেন ও পর্তুগালের সম্মিলিত জনসংখ্যা ৫ কোটির বেশি হলেও ঠিক কত মানুষ এই বিভ্রাটে আক্রান্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় দুপুরের পরপরই এই বিভ্রাট ঘটে। ফলে মাদ্রিদে স্পেনের পার্লামেন্ট, আরটিভিইর নিউজরুম ও দেশের বিভিন্ন সাবওয়ে স্টেশনে অন্ধকার নেমে আসে।

স্পেনের জাতীয় বিদ্যুৎ চাহিদার একটি গ্রাফ অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ হঠাৎ চাহিদা ২৭,৫০০ মেগাওয়াট থেকে ১৫,০০০ মেগাওয়াটে নেমে আসে।

কয়েক ঘণ্টা পর স্পেনের বিদ্যুৎ নেটওয়ার্ক কর্তৃপক্ষ জানায়, উপদ্বীপের উত্তর ও দক্ষিণ অংশে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার শুরু হয়েছে, যা ধাপে ধাপে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্থাপন করতে সহায়তা করবে।
প্রায় ১ কোটি ৬ লাখ জনসংখ্যার দেশ পর্তুগালের রাজধানী লিসবনসহ আশপাশের এলাকা, উত্তর ও দক্ষিণ অংশেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

পর্তুগালের সরকার জানিয়েছে, এই বিভ্রাট সম্ভবত দেশের বাইরের কোনো সমস্যার কারণে হয়েছে। দেশটির এক কর্মকর্তা জাতীয় বার্তা সংস্থা লুসাকে বলেন, ‘‘সম্ভবত এটি স্পেনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কোনো সমস্যার কারণে হয়েছে। বিষয়টি এখনো যাচাই করা হচ্ছে।’’

পর্তুগিজ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ই-রেডস জানায়, এটি ইউরোপীয় বিদ্যুৎ ব্যবস্থার সমস্যার কারণে ঘটেছে। এক্ষেত্রে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ কেটে দিতে হয়েছিল, যাতে নেটওয়ার্ক স্থিতিশীল রাখা যায়। ফ্রান্সের কিছু এলাকাও এই বিভ্রাটে আক্রান্ত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

লিসবনের কয়েকটি সাবওয়ে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে নিতে হয়। দেশটিতে আদালতের কার্যক্রম স্থবির হয়ে যায়, এটিএম ও ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমও অচল হয়ে পড়ে। রাজধানী লিসবনে ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যায়। এর ফলে মোবাইল ফোন নেটওয়ার্কে কল করা সম্ভব হচ্ছিল না।

আরআর/এসএন 

Share this news on: